বাংলা

রোববারের আলাপন- হাংচৌ এশিয়ান গেমসে ভালো করার প্রত্যাশা বিভিন্ন দেশের খেলোয়াড়দের

CMGPublished: 2023-09-24 06:36:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং আমি...।

‘the belt and road initiative in Bangladesh exhibition-2023’ সেপ্টেম্বর ৮ থেকে ১০ পর্যন্ত ঢাকায় আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা মনে করেন, ভবিষ্যতে চীন-বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।

বাংলাদেশ হল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যে দেশ চীনের সাথে ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতামূলক সমঝোতা চুক্তি বা এমওইউ স্বাক্ষর করেছে। সাম্প্রতিক বছরগুলোতে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় দু’দেশ অনেক সহযোগিতামূলক সুফল অর্জন করেছে। এ সব প্রকল্পে বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। বিভিন্ন খাতে বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উন্নয়ন এগিয়ে গেছে এবং গণকল্যাণ বৃদ্ধিতে তা ইতিবাচক অবদান রাখছে।

ভাই, বাংলাদেশ ও চীন অর্থ-বাণিজ্যিক সহযোগিতার খাতে আপনি কি কি বলতে চান?

সংগীত

আসন্ন হাংচৌ এশীয় গেমসে সাফল্যের আশা করছেন বিভিন্ন দেশে ও অঞ্চলের ক্রীড়াবিদরা। তাঁরা এই গেমসে নতুন রেকর্ড গড়ার ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে।

সিরিয়ার জনৈক রেসলার বলেন, চীনে যাবেন ভেবে তিনি বেশ উত্তেজিত। তিনি মাঠে নতুন সাফল্য অর্জন করতে পারবেন বলে আশাবাদী।

এদিকে, সিরিয়ার প্রতিনিধিদলের প্রধান বলেন, হাংচৌ অনেক সুন্দর ও শান্ত। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়ায় চীনের সাথে তাঁর দেশ সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

সিরিয়ার প্রতিনিধিদলের আরেক কর্মকর্তা বলেন, চীনের ক্রীড়া-প্রতিযোগিতার মান অনেক উন্নত। চীনা ক্রীড়াবিদরা শান্ত, বন্ধুত্বপূর্ণ, দয়ালু, ও ভদ্র। তাদের আচরণে ক্রীড়া-চেতনা ফুটে ওঠে।

আফগানিস্তানের জনৈক মার্শাল আর্টস ক্রীড়াবিদ বলেন, এই ক্রীড়ার উত্স চীন। আর চীনের ক্রীড়াবিদরা অনেক পরিশ্রমী।

আফগানিস্তানের আরেকজন মার্শাল আর্টস ক্রীড়াবিদ জানান, এটা তাঁর প্রথম বিদেশে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া। তিনি পদক জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান।

আফগানিস্তানের মার্শাল আর্টসের কোচ ও ক্রীড়াবিদরা জানান, হাংচৌ এশিয়ান গেমসের জন্য তাঁরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

ভাই, এবারের হাংচৌ এশিয়ান গেমস নিয়ে আপনার প্রতাশ্যা কি?

তৌহিদ:...

Share this story on

Messenger Pinterest LinkedIn