বাংলা

উচ্চমানে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণে নতুন চালিকাশক্তি যোগাবে হংকং

CMGPublished: 2023-09-19 10:43:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ১৩ সেপ্টেম্বর হংকংয়ে অনুষ্ঠিত অষ্টম ‘এক অঞ্চল এক পথ’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা বলছেন, হংকং ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণে ইতিবাচক অংশগ্রহণকারী ও অবদানকারী; পাশাপাশি সুবিধাভোগী। হংকং নিজের বৈশিষ্ট্যময় প্রাধান্য কাজে লাগিয়ে উচ্চমানের ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণে আরো বেশি ভুমিকা পালন করতে পারবে।

‘দশ বছর হাতে হাত রেখে যৌথ নির্মাণ ও জয়’- ছিল এবারের দুদিনব্যাপী ফোরামের প্রতিপাদ্য। বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় ৬ হাজারের বেশি ব্যক্তি ও শতাধিক প্রতিনিধিদল এতে অংশ নিয়েছেন। যা হংকংয়ের প্রতি আন্তর্জাতিক সমাজের আস্থার পূর্ণ প্রতিফলন।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক লি চিয়াছাও বলেন, বর্তমানে বিশেষ অঞ্চলের সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে ‘এক অঞ্চল এক পথ’-এর কার্যকরী প্ল্যাটফর্ম তৈরি করেছে, বাণিজ্য ও বিনিয়োগ, সৃজনশীল প্রযুক্তি থেকে অবকাঠামো উন্নয়ন পর্যন্ত ‘এক অঞ্চল এক পথ’ অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করছে।

চীনের উপ-বাণিজ্য মন্ত্রী কুও থিংথিং বলেন, তার মন্ত্রণালয় আগের মতো হংকংকে যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’-এ অংশগ্রহণে সমর্থন দিয়ে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বকে সংযুক্ত করার প্রাধান্য কাজে লাগিয়ে আরো ভালোভাবে ‘এক অঞ্চল এক পথ’-এর কার্যকরী প্ল্যাটফর্ম তৈরি করবে, হংকং আন্তর্জাতিক অর্থ, নৌপরিবহন ও বাণিজ্যিক কেন্দ্রের অবস্থান সুসংহত ও উন্নত করতে সহায়তা দেবে এবং হংকং যত তাড়াতাড়ি সম্ভব আরসিইপিতে যোগ দিতে সমর্থন দেবে।

হংকং বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান পিটার লাম কিন-নক বলেন, আন্তর্জাতিক অর্থ ও ব্যবসা কেন্দ্র হিসেবে হংকং চীনের মূল-ভূখণ্ড ও বিশ্বকে সংযুক্ত করার দরজা এবং সবসময় যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ নির্মাতা দেশ ও অঞ্চলকে সংযুক্ত করার কার্যকর প্ল্যাটফর্ম এবং এটি সমৃদ্ধ সুযোগ সৃষ্টিকারী।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn