চীনের মাতৃনদী ইয়াংজি নদীর পরিবেশ উন্নয়ন
ইয়াংজি নদী, চীনা জাতির মাতৃনদী; পৃথিবীর ছাদ থেকে তা উৎপন্ন হয়েছে। নদীটি পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে শত শত নদীর সঙ্গে সাগরে গিয়ে মিশেছে। এটি দীর্ঘস্থায়ী চীনা সভ্যতা লালন করেছে এবং কঠোর পরিশ্রমী চীনা মানুষদের যত্ন নিয়েছে।
ইয়াংজি নদী সুরক্ষা এবং উন্নয়ন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিরাট উদ্বেগের বিষয়।
চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, সি চিন পিং অনেক নদী পরিদর্শন করেছেন, বাঁধে চড়েছেন, নদীতে নৌকায় চড়েছেন, কৃষকদের সাথে দেখা করেছেন... বারবার, তিনি নদীগুলোর প্রতি স্নেহশীল আচরণ করেছেন।
স্বচ্ছ জলের একটি নদী প্রবাহিত হয়েছে, জনগণ সুখী, সুস্থ এবং চীনা জাতি টেকসই বিকাশ লাভ করে—এটি সি চিন পিং-এর মনের সবচেয়ে সুন্দর ছবি এবং হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা।
নানথং, জিয়াংসু প্রদেশ, নদীর ধারে একটি মুক্তার মত সুন্দর শহর।
উশান এলাকায় নদী তীরবর্তী এলাকায় দাঁড়িয়ে আপনি দূর থেকে দেখতে পাবেন যে, নদীর পাশে পাঁচটি পর্বতচূড়া এবং নদীর তীরগুলি ঘন সবুজ ।
"আমি ১৯৭৮ সালে উশান এলাকায় এসেছিলাম এবং ইয়াংসি নদী দেখে বেশ মুগ্ধ হয়েছিলাম।" ২০২০ সালের নভেম্বর মাসে, সি চিন পিং জিয়াংসুতে তার পরিদর্শন সফরের প্রথম ধাপে এখানে এসেছিলেন। তিনি দৃশ্যটি দেখে অভিভূত হয়েছিলেন।
আগে যা নোংরা আর অগোছালো জায়গা ছিল সেটা এখন পার্কের গ্রিন বেল্টে পরিণত হয়েছে এটা সত্যিই একটা বিরাট পরিবর্তন! "সি চিন পিং স্থানীয় দৃশ্য দেখে এভাবেই বলেছিলেন।
"ইয়াংজি নদী হল চীনা জাতির মাতৃনদী এবং চীনা জাতির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সমর্থন।" সি চিন পিং-এর মনে, ইয়াংজি নদী জাতীয় উন্নয়ন পরিকল্পনা বহন করে।
নদীর ধারে উন্নয়ন এবং নদীর কারণেই সমৃদ্ধি। সংস্কার ও উন্মুক্তকরণের পর থেকে, ইয়াংজি নদীর তীরে অর্থনৈতিক উন্নয়ন মহান অর্জন করেছে তবে এটি বাস্তুবিদ্যার দিক থেকে মূল্য তৈরি করেছে——