বাংলা

এক সময়ের ফাঁকা গ্রাম ছোং সিং এখন তারকা গ্রাম

CMGPublished: 2023-09-15 11:03:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে চোং সিং গ্রাম অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে আগে এ গ্রামটি খুব ফাঁকা ছিল। গ্রামের ৯০ শতাংশ অধিবাসী অন্য স্থানে কাজ করতে যেতেন। ২০১৪ সালে বাইরে থেকে গ্রামে ফিরে আসা অধিবাসী হান ছুন শান গ্রামের উন্নয়নে ২ কোটি ইউয়ান বিনিয়োগ করেন। তিনি চোং সিং গ্রামের পর্যটন শিল্পের অগ্রণী হিসেবে খ্যাত। তার নেতৃত্বে ৪০ জনেরও বেশি গ্রামবাসী গ্রামে ফিরে বিনিয়োগ করতে শুরু করেন।

গ্রামের অধিবাসী চিন মিং চু তাদের মধ্যে একজন। তিনি দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন। বর্তমানে তিনি গ্রামে একটি রেস্তোঁরা চালান। তিনি বেশ ভালো ব্যবসা করছেন। চিন মিং চু বলেন, “অনেক পর্যটক আমার রেস্তোরাঁয় আসেন এবং আমাদের খাবারের প্রশংসা করেন। বর্তমানে আমি যে আয় করি, তা বিদেশে চাকরির আয়ের চেয়ে অনেক বেশি।”

পরবর্তীতে চিন মিন চু রেস্তোরার আকার বৃদ্ধির পরিকল্পনা করছেন, যাতে আরও বেশি পর্যটকের চাহিদা মেটানো যায়।

সম্পাদক খ্য রুই ফা জানান, গ্রাম কতৃপক্ষ গ্রামবাসীদেরকে তাদের খালি বাড়িঘর সংস্কার করে পারিবারিক হোটেল ও রেস্তোঁরা গড়ে তুলতে উত্সাহ দেয়। পর্যটন শিল্প গড়ে তোলার মাধ্যমে চোং সিং ও আশেপাশের গ্রামের অধিবাসীদের বাড়ির সামনে কর্মসংস্থানে করা হয়েছে। বর্তমানে চোং সিং গ্রামের অধিবাসীদের বার্ষিক গড় মাথাপিছু উপার্জন ৩৫ হাজার ইউয়ান ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে ছোং সিং গ্রাম স্কিইং ও স্কেটিং বিনোদনের যাবতীয় ব্যবস্থা করেছে, যাতে চার মৌসুমেই এখানকার পর্যটন শিল্প সজীব থাকে। অনেক প্রচেষ্টার ফলে চোং সিং গ্রাম নিখিল চীন গ্রাম পর্যটনের গুরুত্বপূর্ণ গ্রাম এবং ‘এক গ্রামে এক শৈলী’র প্রতীকী গ্রামে পরিণত হয়েছে। গ্রামের অধিবাসী সুই ইং লান বলেন, “বর্তমানে গ্রামটি আরও সুন্দর হয়েছে। অধিকতর সংখ্যক পর্যটক এখানে বেড়াতে আসছেন। গ্রামবাসীদের উপার্জনও অনেক বেড়েছে। এখানকার জীবন সুখের হয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn