বাংলা

রোববারের আলাপন- হাং চৌ এশিয়ান গেমস প্রসঙ্গ

CMGPublished: 2023-09-03 21:23:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং...

বন্ধুরা, সেপ্টেম্বর থেকে বেইজিংয়ে ক্রমশ শরতকাল শুরু হচ্ছে। এ মৌসুম আসলে অনেক সুন্দর আমি মনে করি। ভাই, আপনার একটি দারুণ সুন্দর নাম আছে। ভাই, বাংলাদেশের শরতকাল ও চীনের শরতকালের সাথে মিল ও পার্থক্য কি? আমাদের বলতে পারেন?

আমি শুনেছি বাংলাদেশে ছয়টি ঋতু। কিন্তু চীনে ৪টি। এখানে কি পার্থক্য রয়েছে?

আপনার চীনের শরতকালের কিছু অভিজ্ঞতা আমাদের বলবেন কি?

সংগীত

বন্ধুরা, সম্প্রতি হাং চৌ এশিয়ান গেমসের ২১টি ইভেন্টের টিকিটের বিক্রি শুরু হয়। এবারের এশিয়ান গেমসে মোট ৪০টি ইভেন্ট রয়েছে। এর মধ্যে ৩১টি ইভেন্ট হচ্ছে অলিম্পিক ইভেন্ট।

এশিয়ান গেমস হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় আকারের সার্বিক গেমস। চার বছরে একবার তা আয়োজন করা হয়। এ বছরের হাং চৌ এশিয়ান গেমসের মাধ্যমে চীন তৃতীয়বারের মতো এশিয়ান গেমস আয়োজন করল। আগের অভিজ্ঞতার ভিত্তিতে হাং চৌ গেমসটি আরো সুষ্ঠুভাবে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি গণশরীরচর্চাও এগিয়ে নেওয়া হচ্ছে। স্টেডিয়াম নির্মাণের সময়, ‘সাশ্রয়ী’ এবং ‘জনগণকে সেবা দেওয়ার’ ধারণার ওপর গুরুত্বারোপ করা হয়। এশিয়ান গেমসের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে গণশরীরচর্চা এগিয়ে নেওয়া এবং জনগণকে এশিয়ান গেমসের কল্যাণ ও সুবিধা দেয়া।

ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের পর, বেশি দূর সময় নয়, হাং চৌ এশিয়ান গেমস আয়োজন করা হবে। এ দুটি গুরুত্বপূর্ণ ক্রীড়া সম্মেলন চীনে ক্রীড়ার জনপ্রিয়তা অনেক উন্নত করবে। এ ছাড়া, “ক্রীড়া খাতে শক্তিশালী দেশের’ কৌশলে, চীনের বিভিন্ন স্তরের সরকার নানাভাবে গণক্রীড়ার সরবরাহ ও স্থাপনার নির্মাণকাজ এগিয়ে নেয়। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের ক্রীড়া স্টেডিয়াম ও মাঠের পরিমাণ স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। ক্রীড়ার মাধ্যমে নিজের সুস্থতা বাস্তবায়নের আগ্রহও দিন দিন বাড়ছে জনগণের।

ভাই, আপনি অবশ্যই ক্রীড়ার প্রতি চীনাদের আগ্রহ আপনি দেখেছেন , তা নিয়ে আমাদের কিছু বলবেন কি?

তৌহিদ:..

খেলাধুলার মাধ্যমে সুস্থতা নিশ্চিত করার ধারণাটি কেমন? এ বিষয়ে আপনার মন্তব্য কি?

তৌহিদ:…

Share this story on

Messenger Pinterest LinkedIn