বাংলা

রোববারের আলাপন- স্টেডিয়াম নিশ্চিত করাসহ নানা ব্যবস্থায় গণশরীরচর্চা এগিয়ে নিয়েছে চীন

CMGPublished: 2023-08-27 06:36:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৬. রান্নাঘরে থাকলে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। সম্ভব হলে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করুন।

৭. মোবাইল বা ফোন ব্যবহারের সুযোগ থাকলে উদ্ধারকারীদের আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিয়ে সহযোগিতা করুন।

৮. দুর্ঘটনার সময় লিফট ব্যবহার করবেন না।

৯. যদি কোনো বিধ্বস্ত ভবনে আটকা পড়েন এবং আপনার ডাক উদ্ধারকারীরা শুনতে না পায়, তাহলে বাঁশি বাজিয়ে অথবা হাতুড়ি বা শক্ত কোনো কিছু দিয়ে দেয়ালে বা ফ্লোরে জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করুন।

১০. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন।

১১. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

১২. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন এবং উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। ব্যাটারীচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।

সংগীত

গত ৮ আগস্ট ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস শেষ হয়েছে। এবার ছেংতুতে বিশ্বের তরুণ-তরুণীদের ক্রীড়া সম্মেলনে মানুষদের ক্রীড়ার আগ্রহ অনেক উন্নত হয়েছে।

ছেংতুর জনৈক বাসিন্দা লং ছেং বলেন, এটি আগে ছিল ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের স্টেডিয়াম, তা এখন আবার খুলে দেওয়া হয়েছে। আমি এখানে আসতে পেরে অনেক খুশি। এখানকার পরিবেশ ও উপকরণ অনেক ভাল।

আসলে, ক্রীড়া স্টেডিয়াম ও স্থাপনা হচ্ছে ছেংতুকে দেওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের গুরুত্বপূর্ণ ক্রীড়া ঐতিহ্য। ৩৯টি স্টেডিয়ামের মধ্যে ১৩টি ছিল নতুন নির্মিত। বাকিগুলো ছিল পুরানো স্টেডিয়াম থেকে সংস্কার করা। এসময় এসব স্টেডিয়াম বিনামূল্যে বা কম খরচে স্থানীয় বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়। যাতে আরো বেশি লোক ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের ঐতিহ্য উপভোগ করতে পারে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn