বাংলা

ফুচিয়ানের আঙুর গ্রাম

CMGPublished: 2023-08-22 17:15:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘রেনশান আঙুর’ ব্র্যান্ডের নাম আরও শক্তিশালী হয়েছে। ২০১০ সালে জাতীয় পরিবেশ-বান্ধব খাদ্য ব্র্যান্ডের মর্যাদা অর্জন করে। ২০১৭ সালে সিয়ামেনে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিশেষ ফল হিসাবে এ আঙুর সরবরাহ করা হয় অতিথিদের। শূন্য থেকে শুরু করে ছোট থেকে বড় এবং দুর্বল থেকে উন্নত হয়েছে রেনশান গ্রামের আঙুর শিল্প। এক একটি আঙুর রেনশান গ্রামের মর্যাদায় ‘প্রাদেশিক পর্যায়ের উত্কৃষ্ট সুন্দর দৃষ্টান্তমূলক গ্রাম’ এবং ‘প্রাদেশিক পর্যায়ের গ্রামীণ পুনরুজ্জীবনের পরীক্ষামূলক গ্রাম’ ইত্যাদি সুনাম যুক্ত করেছে।

২০১২ সাল থেকে রেনশান গ্রামের সমবায় সমিতি আন্তঃগ্রাম ও যৌথ উন্নয়ন রূপ কার্যকর শুরু করে। আশপাশের ৩টি গ্রাম এবং শহরের ১৭টি প্রশাসনিক গ্রামে আঙুর চাষের আওতাধীন জমির আয়তন বর্তমানে ২১৩ হেক্টর ছাড়িয়ে গেছে। রেনশান গ্রাম আবার ‘আঙুর চাষের আওতাধীন জমির আয়তনের দিক থেকে উত্তর ফুচিয়ানের শীর্ষ গ্রামে’ পরিণত হয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn