বাংলা

চীনে আঙ্গুর চাষে গ্রামীণ সমৃদ্ধি

CMGPublished: 2023-05-26 21:41:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বৈশিষ্ট্যসম্পন্ন আঙ্গুর শিল্প উন্নয়নের পর সিয়াং নিং জেলায় গ্রামবাসীদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। নানা প্রকল্প নির্মাণ, রেস্তোরাঁ ও বিনোদন এবং ফল তোলা ও উত্পাদনসহ নানা ক্ষেত্রে ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এ গ্রামে। যার ফলে ৫০০০টিরও বেশি পরিবার উপকৃত হয়েছে।

বর্তমানে সিয়াং নিং জেলায় আঙ্গুর চাষের আয়তন ৪০০ হেক্টর ছাড়িয়েছে। নানা বিখ্যাত প্রকারের আঙ্গুর এখানে চাষ হচ্ছে। আঙ্গুর থেকে অনেক বেশি উপার্জন হয় বলে গ্রামবাসী ছেন সি কুয়ান গণমাধ্যমকে জানিয়েছেন। অতীতকালে গ্রামবাসীরা অন্য স্থানে কাজ করতেন। এখন অন্য স্থানের লোকেরা তোং আও গ্রামে কাজ করতে আসেন। আঙ্গুর চাষ গ্রামবাসীদের আয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে।

রুং চি ওয়াইনারিকে কেন্দ্র করে বৈশিষ্ট্যসম্পন্ন ওয়াইন তৈরির প্রকল্প করছে সিয়াং নিং জেলা। এ প্রকল্পের লক্ষ্য গ্রামীণ রীতি-নীতির অভিজ্ঞতা, চাষবাসের সংস্কৃতি অভিজ্ঞতা অর্জন, গ্রামীণ বিনোদন এবং পর্যটনসহ একত্রে সাংস্কৃতিক পর্যটনকে বেগবান করা। ২০২৩ সালে এ প্রকল্প শান সি প্রদেশের বৈশিষ্ট্যসম্পন্ন ওয়াইন হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং প্রদেশটির গুরুত্বপূর্ণ প্রকল্পের একটি এটি। এটি ওই জেলার গ্রামীণ পর্যটন ও আবাসিক পরিবেশের দৃষ্টান্তমূলক প্রকল্পে পরিণত হবে।

অদূরে সিয়াং নিং জেলায় রু চি টাউনের ফল তোলা উত্সবসহ ধারাবাহিক অনুষ্ঠান আয়োজিত হবে। অনলাইন ও অফলাইনসহ নানা পদ্ধতিতে জেলাটির সংস্কৃতি ও পর্যটন সম্প্রসারণ করতে চায় স্থানীয় সরকার। সিয়াং নিং জেলায় আঙ্গুর শিল্পের আকার ও ব্র্যান্ড অধিকতর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ব্যবসার নামকার্ড হিসেবে সিয়াং নিং আঙ্গুর জেলা পর্যায়ের অর্থনৈতিক উন্নয়নের নতুন চালিকাশক্তি যোগিয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn