বাংলা

বৈজ্ঞানিক উদ্ভাবনের বিষয়ে সি চিন পিং যেভাবে বলেছেন

CMGPublished: 2023-05-26 19:19:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর, সি চিন পিং চীনের প্রথম ভারি যন্ত্রপাতির কোম্পানি পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, আমরা দুই শত বছরের লক্ষ্য বাস্তবায়ন করছি, আমরা এখন এই লক্ষ্য পূরণে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কাছে আছি, বরং আগের চেয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ও কঠিনতার মুখোমুখিও হচ্ছি। আমাদের উচিত নিজের ওপর নির্ভর করা।

২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর, সি চিন পিং হ্য নান প্রদেশ পরিদর্শন করেন। সেসময় তিনি হ্য নান প্রদেশের চেং চৌ শহরের কয়লা মেশিন কোম্পানি পরিদর্শন করেছেন।

তিনি পরিদর্শনকালে বলেন, এখন আমাদের উত্পাদন শিল্প বিশ্বে সবচেয়ে বড়। বড় ও পূর্ণাঙ্গ, এই দুটোই আমরা বাস্তবায়ন করেছি, তবে হাই-টেক ক্ষেত্রে আমাদের শেখার আছে অনেক কিছু। আমাদের অব্যাহতভাবে চেষ্টা করা উচিত।

২০২০ সালের ১২ মে, সি চিন পিং সানসি প্রদেশ পরিদর্শন করেন। তিনি বিশেষ করে প্রদেশের থাই ইউয়ান শহরের আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি পরিদর্শন করেন।

তিনি বলেন, পরিদর্শন করে আমার খুব ভালো লাগছে। হাই-টেক প্রযুক্তি সানসি প্রদেশে সমৃদ্ধভাবে উন্নত হচ্ছে, কোম্পানিটি প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষেত্রে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, রূপান্তরিত হচ্ছে, যা খুব ভালো।

২০২০ সালের ২৩ জুলাই, সি চিন পিং চি লিন প্রদেশ পরিদর্শন করেন। সেসময় তিনি চায়না ফার্স্ট অটোমোবাইল ওয়ার্কস অর্থাত্ চায়না ফাউ কোম্পানি পরিদর্শন করেছিলেন।

তখন সি চিন পিং বলেছিলেন, পুরো উত্পাদন শিল্পের প্রতিদ্বন্দ্বিতা খুব তুমুল, সুযোগও অনেক বেশি। কেন্দ্রীয় প্রযুক্তি নিজের হাতে রাখতে হবে। আমাদের এমন লক্ষ্য নির্ধারণ করা উচিত, চীনের নিজস্ব ব্র্যান্ড সমৃদ্ধ করতে হবে।

২০১২ সালের ২৪ মার্চ, ফু চিয়ান প্রদেশে, সি চিন পিং রিকোম কোম্পানি পরিদর্শন করেন।

তিনি পরিদর্শনকালে বলেন, দেশের উন্নয়ন বাস্তবায়ন করলে উদ্ভাবনের ওপর নির্ভর করতে হয়। সবসময় অন্যকে অনুসরণ করলে হবে না। কোনো সংস্থা- দেশের উন্নয়নে অবদান রাখতে পারলে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।

এখন সার্বিকভাবে সমাজতন্ত্রের আধুনিক দেশ নির্মাণের যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশ্বের শক্তিশালী দেশ গঠনে চীনা জনগণ চেষ্টা করছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn