বাংলা

মরুভূমিতে নতুন জীবনের দুয়ার খুলেছেন আব্দুল ও তার ভাইয়েরা

CMGPublished: 2023-05-22 15:12:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দাগাং স্থানীয় প্রযুক্তিবিদদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয় এবং আশা করে, আব্দুলের মতো আরও অনেক কর্মী প্রকল্পে যোগ দিবেন। ২০১৯ সালে স্থানীয় শিক্ষাদান সংস্থার সঙ্গে জিন্দার ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার মাধ্যমে দাগাং অধিকতরভাবে দেশটিতে তার মেধাশক্তি প্রশিক্ষণ ব্যবস্থা সুসম্পূর্ণ করে। এ পর্যন্ত কোম্পানি প্রায় ৩শ’ দক্ষ কর্মী লালন করেছে।

জরুরিভিত্তিতে প্রয়োজন এমন তরুণ কর্মীদের জন্য দাগাং নির্মাণসাইটে প্রাক-চাকরি প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে। ১ থেকে ২ মাসের বিনামূল্যের প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মীরা সিমুলেশনের সাহায্যে দ্রুত বাস্তব কার্যক্রম শুরু করতে পারেন। এবং প্রশিক্ষণ পরীক্ষায় পাস করার পর নতুন কর্মীরা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে পারেন। এছাড়া এ কোম্পানি শিক্ষানবিশ পরামর্শদাতাদের বাস্তব কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে এবং নির্মাণসাইটে আরো ভালো শিক্ষার পরিবেশ গড়ে তুলতে উত্সাহ দেয়।

কর্মী আদমু এসব প্রশিক্ষণ ব্যবস্থার সুবিধাভোগীদের অন্যতম। ভবিষ্যতের ব্যাপারে তার আকাঙ্ক্ষা পরিপর্ণ। কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের নিয়ে কাজ করার জন্য আব্দুলকে ধন্যবাদ জানাই। আশা করি, আমার আরো বেশি অগ্রগতি হবে।”

ইথাকা ছ’মাস আগে আসা একজন নতুন কর্মী। তিনি বলেন, “এখানে আসার পর আমি অনেক নতুন কাজ করেছি। অনেক কাজের মাধ্যমে আমার কর্ম-অভিজ্ঞতা বেশ উন্নত হয়েছে। এখন অনেক কাজ ভালোভাবে করতে পারি।”

অন্য একজন স্থানীয় কর্মী কাকা জানান, এখানে আসার প্রথম দিকে শিখার সঙ্গে সঙ্গে কাজও করেছেন। এখন প্লাজমা কাটা, ইলেক্ট্রোওয়েল্ডিং ও ইস্পাত বার বাঁধাইয়ের পাশাপাশি গাড়িও চালাতে পারেন তিনি। আগে তার পরিবারে কিছুই ছিল না। কিন্তু এখন তার বাড়িঘর মেরামত করা হয়েছে। তিনি বিয়ে করেছেন এবং বাচ্চাও নিয়েছেন। বেতন নিয়ে খুশী – একথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে তিনি একজন সহায়ক। নির্মাণসাইটে দোভাষী হিসেবে কাজ করছেন। কারিগর হবার সময় বেতন বেড়েছিল এখন সহায়ক হিসেবে বেতন আরো বেশি হয়েছে।

নতুন দক্ষতা অর্জন নতুন জীবনের দুয়ার খুলে দেয়। এসব ছোট জিনিস মরুভূমির নির্মাণসাইটে আব্দুল ও তার নাইজেরিয়ান ভাইদের আরো বড়ো হয়ে ওঠার পথ তৈরি করেছে। এখানে তারা কেবল অনেক ব্যক্তিগত দক্ষতাই অর্জন করেননি, বরং ধাপে ধাপে তাদের নিজেদের ও পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্খী জীবন বাস্তবে পরিণত করছেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn