বাংলা

রসুন চাষে গ্রামীণ সমৃদ্ধি

CMGPublished: 2023-03-17 19:01:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছর তা চাই গ্রামে ১৩৩ হেক্টর জমিকে মানসম্পন্ন রোপণ এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। সারের পরিবর্তে জৈব সার ব্যবহারসহ নানা নতুন ব্যবস্থা প্রয়োগ করা হবে এ জমিতে। মানসম্পন্ন রোপণ প্রযুক্তির সাহায্যে অঞ্চলটির রসুনের উৎপাদনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, তোং ছুয়ানে রসুন বাণিজ্যের ৮০ শতাংশই তা চাই গ্রামে হয়। প্রতিবছর তা চাই অর্থনৈতিক যোগাযোগ কমিটি বাইরের ব্যবসায়ীদের রসুন সংগ্রহে আমন্ত্রণ করে। ২০২২ সালে তোং ছুয়ানের রসুন শিল্প উদ্যান তা চাই গ্রামে স্থাপিত হয়। এটি চাষিদের জন্য রসুন শুকানো ও রসুন বাণিজ্যের জন্য পেশাগত স্থান প্রদান করেছে। এটি তোং ছুয়ান অঞ্চলের প্রথম কৃষি শিল্প উদ্যান। এ উদ্যানের ফলে তোং ছুয়ানের রসুন খ্যাতি অর্জন করবে এবং এর উত্পাদন পরিমাণ ও চাষিদের উপার্জন বৃদ্ধি করবে। বর্তমানে তোং ছুয়ান অঞ্চলে রসুন শিল্পের উত্পাদন পরিমাণ ১০ কোটিরও বেশি ইউয়ান ছাড়িয়েছে। এ শিল্পে ২ হাজার পরিবার অংশগ্রহণ করছে। রসুন শিল্পের মাধ্যমে স্থানীয় কৃষি শিল্পের উন্নয়নের পাশাপাশি জনগণের স্থিতিশীল উপার্জন নিশ্চিত হয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn