বাংলা

আফগানদের সহায়তা করছে চীন-নির্মিত জলসেচ প্রকল্প

CMGPublished: 2023-03-13 11:22:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কয়েক দশক আগে চীনা প্রকল্প দল আজমির ছোটবেলার বন্ধু কলন্দরের মনে গভীর ছাপ ফেলেছে। তাঁর বাবাও প্রকল্পের নির্মাণ কাজে অংশ নিয়েছেন। “তারপর কয়েক বছর বাবা সব সময় আমাদেরকে তিনি এবং চীনা প্রকল্পদলের সঙ্গে কাজ করার সময় উল্লেখ করে চীনা ইঞ্জিনিয়ারদের চমৎকার প্রযুক্তির প্রশংসা করেন,” কলন্দর বলেন।

“আমাদের জন্য চ্যানেলটি নির্মাণ করার জন্য চীনকে অনেক ধন্যবাদ জানাই।” কলন্দর বলেন, “আমরা শুধু বিভিন্ন ঋতুতে গম, ভুট্টা ও লাল বিন ফলাতে পারি-তা নয়, বরং কয়েকটি গবাদি পশুও বাড়াতে পারি।”

পারওয়ান ঘোরবন্দ নদী প্রশাসনিক বিভাগের দায়িত্বশীল ব্যক্তি মুজিবুর রহমান হাবিবি এক সাক্ষাত্কারে বলেন, চীনের সহায়তা জলসেচ প্রকল্প পারওয়ানের জন্য কয়েক দশক “পরিষেবা” প্রদান করেছে, যা থেকে বোঝা যায় যে প্রকল্পটির গুণগত মানের নির্ভরশীলতা রয়েছে।

“বর্তমানে প্রকল্প বরাবর মোট ৩২ হাজার পরিবার লাভবান হচ্ছে। এটা প্রতিফলিত হয়েছে যে প্রকল্পটি পারওয়ানের অধিবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চীনকে ধন্যবাদ জানাই,” হাবিবি বলেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn