বাংলা

একটি ঐতিহ্যবাহী গ্রাম যেভাবে উপার্জন বাড়ায়

CMGPublished: 2023-01-27 20:07:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গ্রামবাসী ইয়াং চিন ছাং বলেছেন, ৬৬৬বর্গমিটার জমি এক বছরে আমাকে ৭০০ ইউয়ান অর্থ দেওয়া হয়। অনেক ভালো লেগেছে। কারণ এখন আমার কৃষিকাজ করার সামর্থ্য নেই। এ জমি হস্তান্তরের পর একসঙ্গে গ্রামের সমবায় পরিকল্পনা করা, চাষ করা এবং ফসল সংগ্রহ করা হয়; যা খুবই সুবিধাজনক।

সমবায়ের কাছে হস্তান্তরিত জমিতে অধিকাংশই উচ্চ মানের গম চাষ করা হয়েছে। যা থেকে অনেক অর্থ উপার্জন করা যায়। গত কয়েক দিনে, পাশের ওয়াং চিয়া চুয়াং গ্রাম তাদের বেশ কিছু জমি লিউ চিয়া ইউয়ান গ্রামের ব্যবস্থাপনার জন্য হস্তান্তর করেছে। ২০২২ সালে লিউ চিয়া ইউয়ান গ্রাম উপার্জন করেছে ২০ লাখ ২০ হাজার ইউয়ান। গ্রামটির সমবায়ের কাছে পুরো উপজেলার ৬৬৬ হেক্টরের বেশি জমি ব্যবস্থাপনার কাজের দায়িত্ব দিয়েছে। আগামী বছরে আরও লাভবান হওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সম্পাদক ইয়াং মিং সি’র আছে একটি ধারণা। তিনি গ্রামে একটি ময়দা কারখানা প্রতিষ্ঠা করতে চান। গ্রামের গম থেকে ময়দা বানালে সব গ্রামবাসীর উপার্জন বাড়বে। সমবায়ের বার্ষিক অধিবেশনে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তবে এখন পর্যন্ত সে প্রস্তাবে একমত হতে পারেন নি সবাই।

অনেক আলোচনার পর সমবায়ের সব সদস্য প্রথমে গবেষণা করার কথা চিন্তা করেন। সেদিন বিকেলে ইয়াং মিং সি সমবায়ের বেশ কয়েকজন সদস্য নিয়ে লুং জেলার তোং ফেং উপজেলার সিয়া লিয়াং ছুয়ান গ্রামের ময়দা কারখানায় অভিজ্ঞতা অর্জন করতে যান। ইয়াং মিং সি বলেন, পরবর্তীতে আমরা অনলাইন ও অফলাইনে বিক্রির পাশাপাশি জনশক্তির কর্মসংস্থান করবো। যাতে আমাদের গ্রামে ময়দা কারখানা প্রতিষ্ঠা করা যায়। যাতে গ্রামের গম বিক্রির জন্য আরও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হয়।

সমস্যা সমাধান এবং বাস্তব কাজের জন্য শীত্কালে আরও ব্যস্ত হয়ে উঠেছেন ইয়াং মিং সি। লিউ চিয়া ইউয়ান গ্রামের উন্নয়ন স্থানীয় গ্রামীণ পুনরুজ্জীবনের একটি উদাহরণ। এ গ্রাম চাং চিয়া ইউয়ান উপজেলায় অবস্থিত। চাং চিয়া ইউয়ান উপজেলা স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে আপেল ও ছাগলের দুধসহ নানা বৈশিষ্ট্যসম্পন্ন শিল্প উন্নয়ন করতে সক্ষম হয়েছে।

চাং চিয়া ইউয়ান উপেজলার সিপিসি’র সম্পাদক ছি ওয়েই কাং বলেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের কর্মপ্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাতের শক্তিশালী দেশ গঠন দ্রুত করতে হবে এবং গ্রামীণ শিল্প, জনশক্তি, সংস্কৃতি, পরিবেশ ও পুনরুজ্জীবন বেগবান করতে হবে। সবার উচিত আরও শক্তিশালী বৈশিষ্ট্যময় শিল্প উন্নত করা এবং সামষ্টিক অর্থনীতি বৃদ্ধির মাধ্যমে স্থানীয়দের উপার্জন বাড়ানো এবং তাদের সুখী জীবন গঠন করা।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn