বাংলা

২০২৩ সালে বিশ্ব অর্থনীতি কেমন হবে?

CMGPublished: 2023-01-23 14:39:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গবেষণালয়টির অনুমান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে প্রায় ২.৫ শতাংশ। ২০২৪ সালের পর বিশ্বের অর্থনীতি নিম্নবৃদ্ধির ট্র্যাকে ফিরে আসবে বলেও গবেষণালয় আশা করছে।

যদিও বিশ্ব অর্থনীতির প্রবণতাসংক্রান্ত বিবেচনা নিয়ে বিভিন্ন মতামত আছে, তবুও এক বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতৈক্য আছে। আর সেটা হলো, চলতি বছর এশিয়ার অর্থনীতি শক্তিশালী হবে, বিশেষ করে চীনের অর্থনীতিতে পুনরায় শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাবে।

সম্প্রতি চীনের মহামারীসংশ্লিষ্ট প্রতিরোধনীতি সমন্বয় ও সুবিন্যস্ত করা হয়, বিভিন্ন জায়গায় অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করার জন্য বিভিন্ন নীতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব নীতি ও ব্যবস্থার মধ্যে রয়েছে কার্যকর বিনিয়োগ সম্প্রসারণ করা, গাড়ি, বাসভবন ও ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্যের ভোগ বাড়ানো, ইত্যাদি।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র অনুমান অনুসারে, এশিয়ার প্রধান উদীয়মান বাজার অর্থনীতিগুলো ২০২৩ সালে বিশ্ব জিডিপি’র প্রায় ৭৫ শতাংশ অবদান রাখবে।

আইএমএফ-এর প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা বলছেন, চীন মহামারী মোকাবিলার নীতি সমন্বয় করার ফলে দেশটির অর্থনীতির শক্তিশালী প্রবৃদ্ধি বাস্তবায়িত হবে। এ ছাড়া, চীন পুনরায় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হবে।

কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের প্রথম ১১ মাসে চীনে বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ছিল ২০২১ সালের একই সময়ের চেয়ে ৯.৯ শতাংশ বেশি। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn