বাংলা

বসন্ত উত্সবের কেনাকাটায় ফুটে ওঠে চীনের ঐতিহ্য

CMGPublished: 2023-01-20 14:22:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উত্সবের কেনাকাটায় ‘সুখ’ লেখা কাগজ, শ্লোকসমৃদ্ধ কাগজ, চাল, ডাল, তেল, ফলমূলসহ ঐতিহ্যবাহী পণ্য স্থান পায়। তবে ভোগের চাহিদা বেড়ে যাওয়া এবং ক্রয়ক্ষমতা বাড়ার পাশাপাশি চীনে উচ্চমানের পণ্যের চাহিদাও অনেক বেড়েছে। চেরিফল, বড় চিড়িং মাছসহ নানা সামুদ্রিক পণ্য, আমেরিকান জিনসেংসহ নানা স্বাস্থ্যকর পণ্য এবং ক্লিনিং রোবটসহ স্মার্ট ইলেক্ট্রনিক পণ্য তরুণ-তরুণীদের কাছে প্রিয় হয়ে উঠেছে।

স্বাস্থ্যকর উপহার চলতি বছরে গরম উপহারগুলোর অন্যতমে পরিণত হয়েছে। জনাব ওয়াং সানসি প্রদেশের থাইইউয়ানে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘অন্য স্থানে কাজ করি আমি। বাবামা’র শারীরিক অবস্থা নিয়ে খুব চিন্তিত থাকি। তারা নিজেদের স্বাস্থ্যের যথার্থ যত্ন নিতে পারেন না। এবার আমি নববর্ষে একটি ছোট উপহার হিসাবে স্ফিগমোম্যানোমিটার কিনেছি। আমি আশা করি, তারা এটি প্রায়শই ব্যবহার করতে পারবেন, যা আমার চিন্তা অনেক দূর করবে।”

নভেল করোনাভাইরাস মোকাবিলানীতি শিথিল করার পর, বসন্ত উত্সবকে সামনে রেখে চীনের মানুষের জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তাদের অনলাইন ও অফলাইন ভোগও ক্রমশ বাড়ছে। বেইজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুচিয়ান বলেন, বসন্ত উত্সবের কেনাকাটা অর্থনীতি পুনরুদ্ধারে প্রাণশক্তি যোগাবে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? আপনাদের মতামত জানাতে আমাদের ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করতে বা আমাদের ইমেইল ঠিকানা ব্যবহার করতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো: । আপনাদের চীনের বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn