বাংলা

রোববারের আলাপন- বেইজিং প্রথমবার শরীরচর্চা বিষয়ক অডিও প্রতিযোগিতা আয়োজিত

CMGPublished: 2022-11-20 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং ...

আকাশ: বন্ধুরা, চীনে এখন শীতকাল আসছে। অনেকে আসলে বেইজিংয়ের শরৎকাল অনেক পছন্দ করেন। অনেক গাছের পাতা হলুদ ও সোনালি রঙের হয়ে ওঠে। যা খুব সুন্দর। তৌহিদ ভাই, বাংলাদেশের ভাইবোনরা বেইজিংয়ের শরতকালের সৌন্দর্য দেখার সুযোগ পায় না। আপনার চোখে বেইজিংয়ের শরতকাল কেমন? বাংলাদেশি বন্ধুদের জন্য একটু বলুন।

আকাশ: আচ্ছা। কিন্তু হয়ত আমাদের বাংলাদেশের বন্ধুরা অনেকে বেইজিং বা উত্তর চীনের শীতকাল সবচেয়ে পছন্দ করেন। কারণ, তখন তুষারপাত হয়। গোটা বিশ্ব যেন সাদা হয়ে যায়, একটি রূপকথার রাজ্যে পরিণত হয়। ভাই, আপনি কখন কোথায় প্রথম তুষারপাত দেখেছেন। এর স্মৃতি আমাদের শেয়ার করতে পারবেন কি? বেইজিংয়ের শীতকাল আপনি পছন্দ করেন? শীতকালে এখানে কি কি বিষয় আপনার সবচেয়ে প্রিয়? যেমন খাবার, বরফ বা আবহাওয়া?

সংগীত

আকাশ: তৌহিদ, এত সুন্দর মৌসুমে অবশ্যই লাও সান পার্কে গিয়ে ছোট পাহাড়ের চুড়ায় ওঠা আনন্দের ব্যাপার। তাই না?

তৌহিদ:...

আকাশ: আচ্ছা। শরীরচর্চার খাতে প্রথম আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একটি খবর শেয়ার করি, কেমন?

গণশরীরচর্চা আরো এগিয়ে নেয়ার জন্য বেইজিং খেলাধুলা ব্যুরোর উদ্যোগে প্রথমবার বেইজিং শরীরচর্চা ভিডিও প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতা অক্টোবরের ৩১ তারিখ থেকে ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত। এ প্রতিযোগিতা থিম হচ্ছে ‘খেলাধুলা জীবন, সুস্থতা ও সৌন্দর্য’।

শরীরচর্চা বিষয়ে গল্প, প্রশিক্ষণসহ নানা বিষয় ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং এ নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

ভাই, আপনি পরবর্তীতে লাওসান পাহাড়ে উঠার সময়ে একটি ভিডিও রেকর্ড করতে পারেন এবং এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

খেলাধুলাকে ইন্টারনেট জগতের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে অনেক ভাল হবে। যেমন, এখন অনলাইনে বিনামূল্যে অনেক শরীরচর্চা বিষয়ক কৌশল বা কোর্স পাওয়া যায়। আপনি কি দেখছেন ভাই?

Share this story on

Messenger Pinterest LinkedIn