বাংলা

চীনের উন্মুক্তকরণের দরজা আরও প্রশস্ত করছে সিএন এক্সপো

CMGPublished: 2022-09-26 14:15:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চার-দিনব্যাপী ১৯তম চীন-আসিয়ান মেলা এবং চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষসম্মেলন কুয়াংসি’র নাননিংয়ে অনুষ্ঠিত হয়। তাতে মোট ১ হাজার ৬ শ’র বেশি প্রতিষ্ঠান অফলাইনে অংশগ্রহণ করেছে। আর ৮০টিরও বেশি বিনিয়োগ ও বাণিজ্যিক প্রমোশন কার্যক্রম এবং ২০টিরও বেশি উচ্চ পর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণের পরিষেবা থেকে শুরু করে “এক অঞ্চল এক পথ” উদ্যোগ আসিয়ান দেশসমূহে কার্যকর, এবং আরসিইপি’র কার্যকর বেগবান করা পর্যন্ত, সিএন এক্সপো চীনা উন্মুক্তকরণের দরজা আরও বড় এবং চীন-আসিয়ান আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ প্রক্রিয়ার গভীরতাকে স্বচক্ষে দেখেছে।

২০০৪ সালে ভিয়েতনামের ট্রুং গুয়েন লেজেন্ড কফি’র ডিলার নমুনা নিয়ে মেলায় অংশ নিয়েছে। তারপর কোম্পানির “ট্রুং গুয়েন জি-৭” ব্র্যান্ড বেশ কয়েক বছর ধরে সিএন এক্সপোয় কফি বিক্রির পরিমাণের দিক থেকে প্রথম স্থানে রয়েছে। বেশ কয়েকটি পণ্য সুষ্ঠুভাবে চীনের কয়েকটি ই-বাণিজ্য প্ল্যাটফর্ম ও অফলাইন সুপারমার্কেটে প্রবেশ করেছে।

সিএন এক্সপোয় ট্রুং গুয়েন লেজেন্ড কফি’র মতো উদাহরণ আরও অনেক আছে। ২০০২ সালের নভেম্বরে “চীন-আসিয়ান সার্বিক অর্থনৈতিক সহযোগিতার কাঠামো চুক্তি” স্বাক্ষরের মাধ্যমে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। ২০০৩ সালে চীন আসিয়ানের সঙ্গে কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করে। ২০০৪ সালের নভেম্বরে প্রথম সিএন এক্সপো এবং চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষসম্মেলন উদ্বোধন হয়। বহু বছরের উন্নয়নের মধ্য দিয়ে সিএন এক্সপো প্রতিষ্ঠিত চীন ও আসিয়ানের মধ্যে বিনিময় চ্যানেল দিন দিন সুষ্ঠু হয়েছে। এটি চীনের আন্তর্জাতিক “বন্ধু চক্র” ধারাবাহিকভাবে সম্প্রসারণ করেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn