বাংলা

প্রতিটি বীজ নতুন আশা-আকাঙ্ক্ষার বাহক

CMGPublished: 2022-09-24 20:10:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শরতকাল চলেছে। এসময় কৃষকগণ তাদের সারা বছরের পরিশ্রমের উপহার পেয়ে থাকেন। আজ (২৩ সেপ্টেম্বর) চীনের ২৪তম সৌরপদের অন্যতম ছিউ ফেন। আবার এ দিন চীনের পঞ্চম কৃষক ফসল উৎসব। এ উপলক্ষে চীনের বিভিন্ন স্থানের কৃষকরা ভাল ফলনের আশাবাদী।

চলতি বছর খাদ্য উৎপাদনের পরিমাণ অন্তত ০.৬৫ ট্রিলিয়ন কেজি নিশ্চিত করা ২০২২ সালের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান লক্ষ্য। বছর-জুড়ে খাদ্য উৎপাদনের তিনটি সৌসুম রয়েছে: গ্রীষ্ম, শরত, ও আগাম চাল উৎপাদনের মৌসুম। এ পর্যন্ত দুটি সৌসুমে খাদ্যশস্যের ফসল নিশ্চিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর চীনের গ্রীষ্মকালীন খাদ্যশস্যের উত্পাদন পরিমাণ ছিল ১৪,৭৪০ কোটি কেজি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪৩.৫ কোটি কেজি বেশি। আগাম উৎপাদিত ধানের পরিমাণ ছিল ২৮,১২৫ কোটি কেজি, যা ২০২১ সালের তুলনায় ১০.৫ কোটি কেজি বেশি।

বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়া এবং কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটেও চীনের গ্রীষ্মকালীন ফসল এবং আগাম ধানের উত্পাদন স্থিতিশীল বৃদ্ধি বজায় রেখেছে। তা খাদ্যশস্য উৎপাদনের সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে। এটি অর্থনীতিকে উপযোগী পর্যায়ে রাখায় সহায়ক হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn