বাংলা

জনদরদী সি চিন পিং

CMGPublished: 2022-09-23 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জনসাধারণ যা প্রত্যাশা করে তা-ই হবে রাজনীতির দিক-নির্দেশনা। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জনসাধারণের ক্ষুদ্র বিষয়কে পার্টি ও সরকারের বড় কাজ হিসেবে গণ্য করেন। জনসাধারণের বাড়িঘর, খাওয়া-দাওয়াসহ যে সব ক্ষুদ্র বিষয় সি চিন পিং’র মনে পড়ে—তার সবই তিনি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন। গত দশ বছরে প্রেসিডেন্ট সি চিন পিং’র নির্দেশনা ও পরিচালনায় জনসাধারণের সে সব বিষয়ের বড় পরিবর্তন ঘটেছে।

আজকের হপ্তানামা অনুষ্ঠানে আমরা জনসাধারণের বসবাসের পরিবেশের ওপর সি চিন পিং’র গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরবো।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আবর্জনা চিত্র এবং শ্রেণিবিন্যাসের ওপর খুব গুরুত্বারোপ করেন। তিনি জোর দিয়ে বলেছেন, এ কাজ জনসাধারণের সুখী জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাতে জ্বালানি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সামাজিক সভ্যতার পর্যায়ের প্রতিফলন হয়।

গত ২০১৮ সালের ৬ নভেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাই পরিদর্শনের সময় বলেন, আবর্জনা শ্রেণিবিন্যাসের কাজ জীবনের নতুন শৈলী। এ কাজে সকলের অংশগ্রহণ দরকার। তিনি শাংহাই শহরের হ্য খৌ অঞ্চলের নাগরিকদের সুবিধার্থে স্টেশনে বেশ কয়েকজন আবর্জনা শ্রেণিবিন্যাসে জড়িত যুবকদের সঙ্গে আন্তরিকভাবে কথাবার্তা বলেন।

২০১৯ সালে সি চিন পিং আবর্জনার শ্রেণীবিন্যাস কর্মসভায় নির্দেশ দিয়ে বলেন, ব্যাপকভাবে শিক্ষা ও পরিচালনামূলক কার্যক্রম চালাতে হবে, যাতে জনসাধারণকে আবর্জনা শ্রেণীবিন্যাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তায় সচেতন হতে হবে। কার্যকর তত্ত্বাবধান ও পরিচালনায় অধিকতর মানুষ আবর্জনা শ্রেণীবিন্যাসের সু-অভ্যাস গড়ে তুলবেন। সবাই মিলে পরিবেশ উন্নতি এবং সবুজ ও টেকসই উন্নয়নে নিজের অবদান রাখবেন।

ক্যাপশন: বেইজিংয়ের তোং জি মে’তে বড় আবর্জনা মোকাবিলা কেন্দ্রে আবর্জনা বাছাই করা হয়েছে।

ক্যাপশন: তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরের একটি কমিউনিটির আবর্জনা শ্রেণীবিন্যাস স্থান।

ক্যাপশন: শাংহাইয়ে দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় সুইজারল্যান্ডের একটি কোম্পানির স্বয়ংক্রিয় আবর্জনা শ্রেণিবিন্যাস সরঞ্জাম।

ক্যাপশন: চীনের চ্য চিয়াং প্রদেশের হু চৌ শহরে তৃণমূল সাহিত্য ও শিল্প প্রচার দল আবর্জনা শ্রেণীবিন্যাস প্রচার করছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn