বাংলা

চীনের ‘তিন নদীর উত্সস্থান’

CMGPublished: 2022-08-06 21:38:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আংসাই গ্র্যান্ড ক্যানিয়নের প্রাকৃতিক পরিচালনা কাজের অগ্রগতি চীনের ছিংহাই প্রদেশের মালভূমির প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের একটি উদাহরণ।

সাম্প্রতিক বছরগুলোতে ছিংহাই প্রদেশ অব্যাহতভাবে পাহাড়, নদী, বন, জমি, হ্রদ, ঘাস, বরফের ব্যবস্থাগত পরিচালনা জোরদার করেছে। ‘প্রাণের পথ’ স্থাপন করেছে, যাতে মালভূমির বন্যপশুগুলো নিরাপদে স্থানান্তর নিশ্চিত করা যায়। হ্রদের মাছ ধরা বন্ধ করে হ্রদের মাছের স্বাভাবিক অবস্থা লালন করা, বৃক্ষরোপণ করা, সক্রিয়ভাবে সবুজ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা যায়। স্থানীয় হিমবাহ দর্শনীয় স্থান বন্ধ করা হয়েছে। যাতে মানুষের ক্ষতিকর আচরণ রোধ করা যায়।

এখন সুন্দর ছিংহাই প্রাকৃতিক পরিবেশের সুন্দর চিত্র দেখা যায়। ২০ হাজারেরও বেশি প্রাকৃতিক সংরক্ষণ কর্মী ‘তিন নদীর উত্সস্থল’ রক্ষা করছে। স্থানীয় তিব্বতি নীলগাইএর সংখ্যা ৩০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজারেরও বেশি। ছিংহাই হ্রদের পাখির ধরণ আগের ১৮৯টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২৮টিতে। ২০২১ সালে ছিংহাইয়ের শ্রেষ্ঠ বায়ুর দিনের হার ছিল ৯৫ শতাংশ। ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ মানের পানির হার শতভাগ।

২০২১ সালের জুন মাসে সি চিন পিং চীনের ছিংহাই প্রদেশের সি নিং শহরের ওয়েন থিং সিয়াং কমিউনিটি পরিদর্শন করেছেন। এখানে বসবাস করা লোকজনের সংখ্যা ২০ হাজারেরও বেশি। এর মধ্যে তিব্বতি, হুই ও মঙ্গোলিয়াসহ ১৮টি সংখ্যালঘু জাতির জনসংখ্যা ১৮০০ জনেরও বেশি।

সি চিন পিং অবসর বয়স্কদের হস্তলিপি চর্চা, গানের মহড়া দেখেছেন, কমিউনিটিতে বয়স্কদের জন্য খাওয়া-দাওয়া ও চিকিত্সা সেবার অবস্থা জানতে পেরেছেন। তিনি বলেন, কমিউনিটিকে জাতীয় ঐক্য ও অগ্রগতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখতে হবে, যৌথভাবে জাতীয় ঐক্যের সুষম বাসস্থান স্থাপন করতে হবে।

বর্তমানে ছিংহাই প্রদেশ অব্যাহতভাবে জাতীয় ঐক্য ও অগ্রগতির দৃষ্টান্তমূলক প্রদেশের নির্মাণ সম্প্রসারণ করছে। পুরো প্রদেশের ৮টি শহরে সার্বিকভাবে জাতীয় ঐক্য ও অগ্রগতির দৃষ্টান্তমূলক এলাকা স্থাপন করেছে। পুরো প্রদেশ আরো ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn