বাংলা

আগামীকাল আরও সুন্দর হবে: সি চিন পিং

CMGPublished: 2022-08-05 15:31:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“প্রেসিডেন্ট সি, আপনাকে স্বাগত জানাই,” বলছিলেন তিব্বতি পশুপালক সো নান পরিবারের তিন প্রজন্মের সদস্যরা। তারা তাদের বাড়ির দরজার সামনে প্রেসিডেন্ট সিকে সংবর্ধনা জানানোর সময় একথা বলেন। এসময় সো নান একটি পরিষ্কার হাদা প্রেসিডেন্ট সিকে নিবেদন করেন। এটি ২০২১ সালের ৮ জুনের কথা। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ছিং হাই প্রদেশের হাই পেই তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য পরিদর্শন করেন। তখন তিনি স্থানীয় অভিবাসী সো নার বাড়ি দেখতে যান।

সো নার বাড়ীতে সি চিন পিং দেখতে পান যে, ইট দিয়ে তৈরি ঘরে তিব্বতি স্টাইলের কার্পেট প্রসারিত রয়েছে। বেডরুম, সিটিং রুম ও টেলিভিশনসহ নানা যন্ত্রপাতি রয়েছে। সেগুলো দেখে সি চিন পিং বলেন, ‘বাড়ীটি দেখতে অনেক সুন্দর”।

সো নার পরিবারের সবার সাথে সিটিং রুমে বসে তাদের সাথে আন্তরিকভাবে কথা বলেন প্রেসিডেন্ট সি চিন পিং। সো না একটি পুরনো ছবি প্রেসিডেন্ট সিকে দেখান। ছবিতে রয়েছে তার ১৭ কিলোমিটার দূরের পুরনো বাড়ী। মাটি দিয়ে তৈরি সে বাড়ী দেখতে ভাল ছিল না। প্রেসিডেন্ট সি চিন পিং হাতে ছবিটি ধরে বলেন, ‘অতীত সত্যি সত্যি খুব কষ্টকর ছিল। এখন অনেক উন্নত হয়েছে’।

২০১৪ সালের শেষ নাগাদ সরকারের সাহায্যে পশুপালক চারণভূমি থেকে পরিবারটিকে কুওলুওজাংকোংমা গ্রামে স্থানান্তর করা হয়েছে। তখন থেকে সো না পরিবার পুরনো বাড়ীকে বিদায় জানিয়েছে।

প্রেসিডেন্ট সি চিন পিং তাদের জীবন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জিজ্ঞেস করেন যে, ‘বিশুদ্ধ পানি ব্যবহার করছেন? দূষিত বর্জ্য পানি কীভাবে অপসারণ করেন? স্থানান্তরের পর কী কী করছেন এবং পরবর্তীতে কী প্রত্যাশা রয়েছে আপনাদের?

সো না আন্তরিকভাবে পার্টি ও দেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিপিসি ও দেশের ভালো নীতির কারণে পশুপালকদের সুখী জীবন নিশ্চিত হয়েছে। প্রেসিডেন্টকে, সিপিসিকে এবং দেশকে ধন্যবাদ জানাই।

প্রেসিডেন্ট সি চিন পিং তার কৃতজ্ঞতার জবাবে বলেন, সিপিসি মনেপ্রাণে গণসেবা ও বিভিন্ন জাতির সুখ নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছে। এ কারণে জনগণের মন জয় করেছে সিপিসি।

সে গ্রাম ত্যাগ করার সময় সবাইকে উত্সাহ দিয়ে দৃঢ়প্রতিজ্ঞার সঙ্গে সি চিন পিং বলেন, একটি সুখী দেশ, আধুনিক দেশ গঠিত হবেই।

Share this story on

Messenger Pinterest LinkedIn