বাংলা

হংকংয়ের ভবিষ্যত কেমন হতে পারে

CMGPublished: 2022-07-01 14:25:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২০ সালের নববর্ষের শুভেচ্ছাবাণীতে বলেছিলেন: আন্তরিকভাবে আশা করি, হংকং ভালো হবে, হংকংবাসীর ভালো হবে, হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা হংকংবাসীর আকাঙ্ক্ষা; যা মূল ভূভাগের জনগণের অভিন্ন প্রত্যাশা।

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল অতীতের ছোট ছোট জেলেপল্লী থেকে এখন বিশ্ববিখ্যাত আধুনিক বড় শহরে পরিণত হয়েছে। যা হল বংশ পরম্পরায় হংকংবাসীর পরিশ্রমের ফলাফল।

হংকংয়ের উন্নয়নের ওপর সবসময় গুরুত্ব দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ২০১৭ সালের ২৯ জুন, সি চিন পিং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে যান। তিনি সবাইকে বলেছিলেন, হংকংয়ের উন্নয়ন সবসময় তাঁর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার।

চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হংকংয়ে গিয়ে মূলভূভাগে হংকংয়ের ফিরে আসার ২০তম বার্ষিকীর উদযাপনীতে অংশ নিয়েছিলেন। তিনি বেশ কয়েকবার হংকং ইস্যুতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

তিনি এই ভূখণ্ডকে খুব ভালোবাসেন, হংকংয়ের অবস্থাকে খুব ভালোভাবে জানেন, সবসময় হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার ওপর নজর রাখেন এবং হংকংবাসীর কল্যাণকে গুরুত্ব দেন।

তিনি বলেন, উন্নয়ন হল হংকংয়ের ভিত্তি, যা হংকংয়ের বিভিন্ন সমস্যা সমাধানের ‘সোনার চাবি’। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখা হল ‘এক দেশ, দুই ব্যবস্থার’ গুরুত্বপূর্ণ বিষয়।

২০১৭ সালে ৯ বছর পর সি চিন পিং আবার হংকংয়ে যান, হংকংকে শুভেচ্ছা জানান। সেবার ৪৯ ঘণ্টার পরিদর্শনে তিনি ২০টি অনুষ্ঠানে অংশ নেন, হংকংয়ের অনেক জায়গা পরিদর্শন করেন। তিনি হংকংয়ের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপকভাবে মতবিনিময় করেন, যোগাযোগ করেন, ভালোভাবে হংকংয়ের নির্মাণ ও উন্নয়ন, হংকংয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn