বাংলা

এনডিবি’র সাহায্যে ভারতীয় গ্রামবাসীদের পানি সমস্যা সমাধান

CMGPublished: 2022-06-27 11:16:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) অর্থে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। প্রকল্পটি সম্পন্ন হবার পর ৫ লাখ স্থানীয় গ্রামবাসীর পানি সমস্যা সমাধান হবে।

সম্প্রতি প্রদেশটির কাংড়া বিভাগে প্রকল্পের পাইপলাইনের স্থাপন সুষ্ঠুভাবে চলছে। স্টোরেজ ট্যাঙ্কের নির্মাণ কাজও অবিলম্বে শুরু হবে।

প্রকল্পটি প্রথমে সমভূমি থেকে পানি সংগ্রহ করে বিরাট একটি ট্যাঙ্কে জমা করবে; তারপর তা থেকে পাইপের মাধ্যমে বিভিন্ন পরিবারে পাঠানো হবে। ফলে কৃষকরা নিজেদের বাসায় পানির কল খুলে পানি ব্যবহার করতে পারবে।

ত্রিশ বছর বয়সী গ্রামবাসী রমন জানান, জন্মগ্রহণ থেকে তার বাসার পানি সরবরাহ স্থিতিশীল ছিল না। বাসায় কেবল ৩০ থেকে ৪৫ মিনিট পানি থাকতো। সে কখনো পানি সরবরাহ ১ ঘন্টা ছিল- এমনটি দেখেনি । মাঝেমাঝে বিদ্যুত্‌ও থাকে না, তখন ৫ থেকে ৮ দিন পানি থাকে না।

হিমাচল প্রদেশের গ্রামীণ পানি সরবরাহ অবকাঠামোর অভাব রয়েছে। পাহাড়ী এলাকায় দৈনন্দিন পানি পেতে বিশেষ অসুবিধা হয়। এনডিবি’র পরিসংখ্যানে দেখা গেছে, প্রদেশটির প্রায় ৪২ শতাংশ অধিবাসী কার্যকরভাবে বিশুদ্ধ পানীয় জল পায় না। গ্রামাঞ্চলের অধিবাসীরা প্রতিদিন পানি আনতে কমপক্ষে ২ ঘন্টা সময় ব্যয় করে।

২০২১ সালের ডিসেম্বরে হিমাচল প্রদেশের গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের জন্য এনডিবি ৮ কোটি মার্কিন ডলার দেয়। প্রকল্পে আনুমানিক খরচ হবে ১০ কোটি মার্কিন ডলার, বাকি অর্থ ভারত সরকার দেবে। পরিসংখ্যান অনুযায়ী, প্রদেশটির ৮টি অঞ্চলে ১ হাজার ২৫৫টি গ্রামের ৫ লাখেরও বেশি কৃষক প্রকল্প থেকে লাভবান হবে।

প্রকল্পের প্রধান প্রকৌশলী সুশীল বলেন, এনবিডি’র প্রকল্পটি সেখানকার বাসিন্দাদের জন্য একটি সুখবর। হিমাচল একটি পাহাড়ী প্রদেশ। ভূখণ্ড খুবই রুক্ষ। মানুষ খুব দূর থেকে পানি আনে। বিশেষ করে নারীদের দৈনন্দিন পানির জন্য দূরে যাতায়াত করতে হয়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn