বাংলা

চীনের তৈরি আরেকটি বৃহত্তম কনটেইনার শিপ

CMGPublished: 2022-06-24 11:11:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত কয়েক বছরে চীনে জাহাজ প্রস্তুতকরণ শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। বড় আকারের যুদ্ধ জাহাজ, কনটেইনার শিপ এবং বড় ক্রুজসহ সবধরণের জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছে চীন। শুধু সমুদ্র নয়। মহাকাশযান, বিমান ও গাড়িসহ নানা ক্ষেত্রে সুখবর পাওয়া গেছে। চীনের তৈরি বিমান গ্রাহকদের কাছে হস্তান্তরের কাছাকাছি এসেছে। কয়েক দিন আগে চীনের তৈরি টিপি ৫০০ চালকবিহীন পরিবহন বিমান প্রথম উড্ডয়নে সফল হয়েছে। তাছাড়া, চীনে নতুন জ্বালানি-চালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ টানা কয়েক বছরে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে।

চীন প্রস্তুতকরণ শিল্পে অনেক অগ্রগতি অর্জন করেছে, কারণ চীনের প্রস্তুতকরণ শিল্পের আকার অনেক বড় ও ধরণও সম্পূর্ণ। পাশাপাশি, চীন উদ্ভাবনে অবিচল রয়েছে এবং তাতে অনেক ব্যয় করছে। চীনে একটি প্রবাদ রয়েছে: দীর্ঘকাল ধরে শক্তি সঞ্চয়ের পর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে। প্রস্তুতকরণ শিল্প বাস্তব অর্থনীতির ভিত্তি। বাস্তব অর্থনীতি উন্নয়নের ভিত্তি। আমরা সবসময় বলতে থাকি যে, চীনের অর্থনীতি একটি বিশাল জাহাজের মতো। বিভিন্ন শিল্প ও প্রস্তুতকরণ ক্ষেত্রে একটার পর একটা অর্জনের কারণে এ জাহাজ তরঙ্গে ভেসে সামনে এগিয়ে যাচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn