বাংলা

রোববারের আলাপন-ইউএফসিতে পোল্যান্ডের খেলোয়াড়কে হারালো চীনের চাং ওয়েই লি

CMGPublished: 2022-06-19 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।

বন্ধুরা, ইউএফসি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকারের পেশাদার মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগীতা। সম্প্রতি এর একটি প্রতিযোগিতা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে চীনা খেলোয়াড় চাং ওয়েই লি পোল্যান্ডের খেলোয়াড় জোয়ানাকে পরাজিত করেছেন। আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন?

এবারের প্রতিযোগিতা হচ্ছে এ দুই খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় বার প্রতিদ্বন্দ্বিতা। অবশেষে দ্বিতীয় রাউন্ডে চাং ওয়েই লি জোয়ানাকে পরাজিত করেছেন।

চাং ওয়েই লি প্রতিযোগিতা শেষে জানান, এবারের প্রতিযোগিতায় তিনি অনেক নিরুদ্বেগ ছিলেন। কারণ তাঁর মনে প্রতিপক্ষ জোয়ানা ছিল না, বরং তিনি নিজেই ছিলেন। তিনি বলেন, “আমি নিজেকে জয় করতে পারলে, আমি আরো ভাল হতে পারব।”

চাং ওয়েই লির প্রতিপক্ষ ৩৪ বছর বয়সী জোয়ানা প্রতিযোগিতা শেষে ঘোষণা করেছেন, তিনি অবসর নিবেন।

তিনি বলেন, ‘আমি প্রায় ২০ বছর লড়াই করেছি, এখন আমি একজন স্ত্রী ও মা হতে চাই।’ একথা ঘোষণা করার পর, তিনি তার বক্সিং গ্লাবস মাঠে রেখে চলে গেছেন। সকল দর্শক সাবেক এ চ্যাম্পিয়নকে বিদায় জানিয়েছেন।

চাং ওয়েই লিও তাঁকে অনেক সম্মান করেন, তিনি বলেন, ‘জোয়ানা হচ্ছেন একজন সম্মানিত যোদ্ধা’। চাং ওয়েই লি আরো বলেন, ‘ভবিষ্যতে আরো অনেকে আমাকে পরাজিত করবেন। এজন্য আমরা হচ্ছি একে অপরের অংশ এবং উত্তরাধিকার, প্রতিযোগী নয়। আমরা এখানে নারীদের শক্তি প্রদর্শন করি, কে বলেছে আমরা পারি না? আমরা মিক্সড মার্শাল আর্টসের চেতনা প্রদর্শন করতে চাই’।

এনাম, তাঁর একটি কথা, আমাকে অনেক উত্সাহিত ও অনুপ্রাণিত করেছে। তিনি বলেছেন, “শুধু আমি নিজেকে জয় করতে পারলেই, আমি আরো ভাল হতে পারব”। আপনি কি বলেন?

এনাম:.....

এনাম, আমি বাংলাদেশে থাকার সময় অনেক বার সাভারে অবস্থিত বিকেএসপিতে গিয়েছি। কারণ আমাদের কনফুসিয়াস ক্লাসরুমে একজন কুংফু শিক্ষক রয়েছেন। তাই বিকেএসপির সাথে আমাদের অনেক সহযোগিতা রয়েছে।

আপনি কি চীনা মার্শাল আর্টস পছন্দ করেন?

Share this story on

Messenger Pinterest LinkedIn