বাংলা

রোববারের আলাপন-চীনে গণশরীরচর্চার অব্যাহত উন্নতি

CMGPublished: 2022-06-12 19:57:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।

আকাশ: এনাম, গ্রীষ্মকালে আপনার সময় কেমন যাচ্ছে?

আকাশ: বন্ধুরা, আমি জানি, আমাদের অনেক তরুণ বন্ধু অনেক দেরিতে ঘুম থেকে ওঠেন এবং সকালের নাস্তা মিস করেন। তা শরীরের জন্য অনেক ক্ষতিকর।

আকাশ: ঠিকই বলেছেন। বন্ধুরা, আগে ঘুমাবেন, ভালভাবে নাস্তা খাবেন, আগে ডিনার করবেন, এবং নিয়মিত শরীরচর্চা করবেন, কেমন?

এনাম:

আকাশ: বন্ধুরা, চলতি মাসের ৭ তারিখে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের আন হুই প্রদেশের ‘আনন্দের সঙ্গে শরীরচর্চা-বিষয়ক পরিকল্পনা’ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সাল পর্যন্ত, আন হুই প্রদেশে গণশরীরচর্চার সরঞ্জাম সব অঞ্চলে পাওয়া যাবে। ২০২৫ সালে নতুন করে ৩ হাজার কিলোমিটারের ফিটনেস ট্রেইল নির্মাণ সম্পন্ন হবে। তখন অধিবাসীরা খুব সহজে হাঁটতে এবং জগিং করতে পারবেন।

পরিকল্পনায় বলা হয়, জনগণের আবাসিক কমিউনিটিতে সব ধরনের গণশরীরচর্চার সরঞ্জাম উন্নত করা হবে। আরো বেশি খেলাধুলার পার্ক ও ব্যায়ামাগার স্থাপন করা হবে। নির্দিষ্ট স্কুলের আশেপাশের অধিবাসীদের জন্য স্কুলের খেলাধুলা সরঞ্জাম ব্যবহারের সুবিধা দেয়া হবে। অনলাইন বা অফলাইনে জনগণকে খেলাধুলার প্রশিক্ষণ দেয়া হবে। নিয়মিত গণশরীরচর্চা গেমস আয়োজিত হবে।

এছাড়া, অর্থ বরাদ্দসহ নানা সমর্থনের নীতিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn