বাংলা

প্রেসিডেন্ট সি’র পদচিহ্ন অনুসরণ করে গড়ে ওঠা ফুচিয়ান প্রদেশ

CMGPublished: 2022-06-10 11:51:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুইবার ফুচিয়ান প্রদেশ পরিদর্শন করেছেন এবং ওই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এখন প্রদেশের উন্নয়ন কেমন হচ্ছে? বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

ফুচিয়ান প্রদেশের সান মিং শহরের সা জেলার ইয়ু বান গ্রামে প্রবেশ করলে উপভোগ করা যায় সমৃদ্ধ গ্রামীণ জীবনের স্বাদ। ২০২১ সালর মার্চ মাসে সি চিন পিং সা জেলা পরিদর্শনের সময় বলেছিলেন, সা জেলার মানুষ দেশের বিভিন্ন জায়গায় সমৃদ্ধ জীবনের জন্য চেষ্টা করছে। তাদের চেষ্টায় সা জেলার হালকা খাবার লোকজনকে ধনী করতে পারে, এমন শিল্পে পরিণত হয়েছে। গ্রামাঞ্চল পুনরুদ্ধার করতে চাইলে নিজ গ্রামের বৈশিষ্ট্যময় শিল্প উন্নত করা খুব গুরুত্বপূর্ণ।

এখন সা জেলার হালকা খাবার ছোট জেলা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে, আগের ছোট দোকান থেকে বর্তমানের চেইন রেস্তরাঁয় পরিণত হয়েছে। বিদেশেও সা জেলার হালকা খাবার পাওয়া যায়। লোকজন এর মাধ্যমে ধনী হতে পেরেছে। ২০২১ সালে সা জেলার হালকা খাবার বিক্রির পরিমাণ ৫০ লাখ ইউয়ান ছাড়িয়েছে। এতে ৩ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে ইয়ু বাং গ্রামে ‘সা জেলার হালকা খাবারের শীর্ষ গ্রাম’ ব্র্যান্ড স্থাপন করার চেষ্টা করছে। এর সঙ্গে সা জেলার হালকা খাবারের কাঁচামাল চাষের কেন্দ্র নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

চা তৈরি করা হল ফু চিয়ান প্রদেশের উ ই পাহাড়ি এলাকার জনগণের প্রাচীনকালের অর্জিত প্রযুক্তি। যা স্থানীয় গ্রামীণ পুনরুদ্ধারের প্রধান শিল্প। ২০২১ সালের মার্চ মাসে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফু চিয়ান প্রদেশ পরিদর্শনের সময় স্থানীয় কৃষকদের বলেছিলেন, তোমাদের উচিত ভালোভাবে চা সংস্কৃতি, চা শিল্প এবং চা বিজ্ঞান উন্নয়নে কাজ করা।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn