আকাশ ছুঁতে চাই ৯৬
১. চীনের টেনিস কুইন চ্যং ছিনওয়েন
২. উদ্ভাবনী কাজের জন্য নারী ডিজাইনারদের সম্মাননা
৩. নারী উদ্যোক্তা নূরজাহানের গল্প
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর সাফল্য, সমস্যা, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথ চলা নিয়ে।
আজকের অনুষ্ঠানে রয়েছে চীনের টেনিস কোর্টের বিখ্যাত ক্রীড়াবিদ চ্যং ছিনওয়েনের সাফল্যের গল্প, উদ্ভাবনী কাজের জন্য নারী ডিজাইনারদের সম্মাননা পাওয়ার বিষয়ে প্রতিবেদন , বাংলাদেশের জাতীয় যুবমেলায় ক্ষুদ্র নারী উদ্যোক্তা নূরজাহানের কথা।
চীনের টেনিস কুইন চ্যং ছিনওয়েন
প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয় করা চীনের টেনিস কুইন চ্যং ছিনওয়েন চমৎকার এক ক্যারিয়ারের উদাহরণ সৃষ্টি করেছেন। শুনবো তাকে নিয়ে একটি প্রতিবেদন।
তাকে ডাকা হয় কুইন ওয়েন নামে। কারণ ২২ বছর বয়সী এই তরুণী টেনিস কোর্টে সত্যিই রানীর মতো সফল। তিনি এ বছর ডবিলউ টি এ র ফাইনালে অংশ নিয়েছেন। যদিও অল্পের জন্য ফাইনালে পরাজিত হয়েছেন তিনি। তবে প্যারিস অলিম্পিকের সোনা রয়েছে তার ঝুলিতে।
তবে জয় পরাজয় নয়। চ্যং এর সবচেয়ে বড় অর্জন হলো চাপের মধ্যেও টিকে থাকা, ঘুরে দাঁড়ানো এবং কঠোর পরিশ্রম করে টিকে থাকা।