বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৯

CMGPublished: 2024-05-09 10:00:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. পদ্মার তীরে ভালোবাসার ঘর

২. নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ

৩. এখন আমার ডানা আছে

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

পদ্মার তীরে ভালোবাসার ঘর

বাংলাদেশের খুব কম সংখ্যক নারী ভিনদেশি নাগরিককে বিয়ে করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এমনি একজন নারী ইতি আক্তার।

পদ্মার তীরে ভালোবাসার ঘর বেঁধেছেন মুন্সীগঞ্জের ইতি আক্তার ও চীনের চান চিয়াসিং। চীনা প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে দুজনের জানা-শোনা এরপর প্রেম।এখন ভালোবেসে পাঁচ বছরের সংসার জীবনে পা দিয়েছেন তারা। এরইমধ্যে তারা বাংলাদেশেই গড়ে তুলেছেন তাদের স্বপ্নের বাড়ি। বিস্তারিত প্রতিবেদনে।

মুন্সীগঞ্জের ইতি আক্তার ও চীনের চান চিয়াসিং। কোনো এক দিন দুজনের অজান্তেই হৃদয়ে আছড়ে পড়ে পদ্মার ঢেউ। এরপর সঙ্গোপনে রচনা করতে শুরু করেন প্রেমের এক নতুন মানচিত্র। দেশ, সংস্কৃতি ও ভাষার সীমানা টপকে যে মানচিত্রে ফুটে ওঠে একটাই রেখা—ভালোবাসা।

ইতি ও চানের প্রেমের গল্পের শুরু পদ্মার পাড়েই। সালটা ছিল ২০১৭, তখনও তৈরি হয়নি পদ্মা সেতু। সেতু না থাকলেও কাজের সুবাদে দুজনের জানাশোনা ছিল বেশ। মূলত দুজনই পদ্মা রেলওয়ে সংযোগ প্রকল্প ঠিকাদারী প্রতিষ্ঠান সি আর ইসির কর্মী।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn