বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৬

CMGPublished: 2024-04-18 17:09:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. বাংলাদেশী নারী রাজিয়া ও চীনের পুরুষ ইয়াং এর সুখী সংসার

২. দক্ষ কেমিক্যাল টেকনিশিয়ান উইগুর নারী সুবিনুর আহাত

৩. নারী শিশুর অংশগ্রহণে জমজমাট লোকজ উৎসব

সবাইকে ১৪৩১ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়ে নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

বাংলাদেশী নারী রাজিয়া ও চীনের পুরুষ ইয়াং এর সুখী সংসার

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম ।এরপর একই প্রতিষ্ঠানে কাজের সুযোগ,অতঃপর বিয়ে। সংস্কৃতি ও মানচিত্রের বাধা টপকে শুরু হয় বাংলাদেশের মেয়ে ও চীনা ছেলের ভালোবাসার গল্প। শ্রোতা চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চীনা ও বাংলাদেশির অসাধারণ এই প্রেমের গল্প শুনবো প্রতিবেদনে।

গল্পের শুরু ২০১৯ সালে। চীনে পড়তে গিয়েছিলেন নড়াইলের মেয়ে রাজিয়া সুলতানা। পড়া শেষে ফিরে আসেন দেশে। চীনে থাকার সুবাদে বাংলাদেশে এলেও ফেসবুকে ফ্রেন্ড হয়ে যান বাংলাদেশে থাকা চীনের যুবক ইয়াং ওয়েইহুয়ার সঙ্গে। রাজিয়া চীনা ভাষা জানতেন বলে দুজনে মিলে গাঁথতে শুরু করেন নানান কথার মালা।

বন্ধুত্বের এক পর্যায়ে নিজেদের অজান্তেই যেন দুজন ক্লিক করে বসেন মন দেওয়া-নেওয়ার বাটনে। এরপর শুরু হয় নতুন এক প্রেমের উপন্যাস রচনার পালা। সংস্কৃতি ও মানচিত্রের বাধা টপকে যে বইয়ের শেষ অধ্যায়ে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজন।

এদিকে, ব্যাপারটা জানতে পেরে শুরুতেই হ্যাঁ বলেনি রাজিয়া সুলতানার পরিবার। ইয়াংকে নামতে হয় নিজেকে প্রমাণের পরীক্ষায়। আর সে পরীক্ষায় পেয়ে যান একশতে একশ।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn