আকাশ ছুঁতে চাই ৬২
১. চীনা ডেপুটি ই জাতি
২. স্বাস্থ্যখাতে বিশ্বজুড়ে জেন্ডার বৈষম্য
৩. ব্যতিক্রমী পেশায় নারী: টোল আদায়ে বাড়ছে অংশগ্রহণ
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
গ্রাম উন্নয়নে কাজ করছেন ই জাতির নারী ডেপুটি
চীনের সদ্যসমাপ্ত দুই অধিবেশনে গণপ্রতিনিধিরা এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনি একজন গণপ্রতিনিধি ছিয়াওচিন শুয়াংমেই। তিনি ই জাতির ঐত্যিবাহী এমব্রয়ডারির একজন ধারক।
চীনে এখন চলছে গ্রাম পুনর্জীবনের ধারা। ঐতিহ্যবাহী সংস্কৃতি ব্যবহার করে একদিকে যেমন অর্থনৈতিকভাবে জেগে উঠছে গ্রাম তেমনি জাতিগত সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে নতুন প্রজন্ম। চীনের ১৪তম জাতীয় গণ কংগ্রেসের একজন ডেপুটি ছিয়াওচিন শুয়াংমেই। তিনি সদ্য সমাপ্ত দুই অধিবেশনে যোগ দিয়েছেন। তিনি ই জাতির নারী। ই জাতির ঐতিহ্যবাহী নকশীকাজকে তুলে ধরছেন।
ছিয়াওচিন শুয়াংমেই বলেন, ‘আমি চাই আরও বেশি মানুষ ই এমব্রয়ডারি বিষয়ে জানুক, বুঝতে পারুক এবং এটার কদর করুক। এভাবে জাতিগত সংস্কৃতিকে আমরা এগিয়ে নিতে চাই।’
সিছুয়ান প্রদেশের মাবিয়ান ই স্বায়ত্তশাসিত কাউন্টির বাসিন্দা ছিয়াওচিন নিজেও এমব্রয়ডারি বা নকশিকাজে দারুণ দক্ষ। তিনি এই অবৈষয়িক সংস্কৃতির একজন ইনহেরিটর। এনপিসির অধিবেশনে যোগ দিতে বেইজিং আসেন তিনি। সঙ্গে সুটকেস ভর্তি করে আনেন নকশি কাজের নমুনা।
লেশান সিটির মেয়ে ছিয়াওচিন লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে তার এমব্রয়ডারি কাজ বিক্রি করেন। তিনি বলেন, ‘এই বিশেষ শিল্পগুলোর উন্নয়নের ক্ষেত্রে এখনও বৈচিত্র্যর অভাব আছে। আমাদের কাজ এখন আত্মনির্ভরশীলতা ও উন্নয়নের মাত্রা বৃদ্ধি করা। ’