আকাশ ছুঁতে চাই ৪৯
১. চীন ও ভিয়েতনামের নারীদের মধ্যে বন্ধুত্ব
২. দুই তীরের ভালোবাসার গল্প
৩. নারী শিল্পীর চোখে গ্রেটওয়াল
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
চীন ও ভিয়েতনামের নারীদের মধ্যে বন্ধুত্ব
ভিয়েতনামের নারীদের সংগ্রামী জীবনকে তুলে ধরার জন্য রয়েছে একটি বিশেষ নারী জাদুঘর। সম্প্রতি এই জাদুঘর পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্টের স্ত্রী ফেং লি ইউয়ান। তিনি চীন ও ভিয়েতনামের নারীদের বন্ধুত্বের কথা বলেন। চলুন শোনা যাক বিস্তারিত।
ভিয়েতনামের নারীদের বীরত্বময় ইতিহাসে মুগ্ধ হলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের স্ত্রী ফেং লিইউয়ান। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রয়েছে বিশেষ ‘নারী জাদুঘর’।
এই জাদুঘরে ভিয়েতনামের নারীদের ঐতিহাসিক বীরত্ব, তাদের সংগ্রাম, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিবৃত্ত রয়েছে। রয়েছে তাদের উন্নয়নের ধারাবাহিক যাত্রার নানা দিক। সম্প্রতি চীনের প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে তার স্ত্রী ফেং লিইউয়ান দেশটিকে সফর করেন। তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের স্ত্রীর সঙ্গে নারী জাদুঘর ঘুরে দেখেন।