বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ১০০

CMGPublished: 2022-11-17 19:45:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই পর্ব ১০০

১. আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের ফিরে দেখা

২. চীনের নারী বিজ্ঞানীদের ‘শি ফোরাম’

৩. সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

৪. চীনের হয়ে ইউএফসি টাইটেল জয় করলেন চাং ওয়েইলি

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।

আকাশ ছুঁতে চাই পেরিয়ে এলো অনেকটা পথ। এই অনুষ্ঠানের শততম পর্ব প্রচারিত হচ্ছে আজ। এই একবছরে আমরা নারীদের অনেক সাফল্য ও চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের সমাজের বিভিন্ন পেশা ও অবস্থানের নারীরা এসেছেন। বলেছেন তাদের জীবন সংগ্রামের কথা।

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের ফিরে দেখা

শততম পর্বে চলুন শোনা যাক তাদের কয়েকজনের কথা। এদের মধ্যে আছেন হোসনে আরা তালুকদার, ঝর্ণা রহমান, জোবেরা রহমান লিনু ও বুলবুল মহলানবীশ । তাদের সাক্ষাৎকারের অংশ বিশেষ শুনবো

আমরা।

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের স্টুডিওতে আসেন বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক হোসনে আরা তালুকদার। তিনি বলেন তার অভিজ্ঞতার গল্প। কিভাবে প্রথম একজন নারী হয়ে বেতারের মতো একটি বড় প্রতিষ্ঠানের মহাপরিচালক হলেন সেই অভিজ্ঞতা তিনি শোনান।

ক্যাপশন: চীন আন্তর্জাতিক বেতারের বাংলাবিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দীর সঙ্গে হোসনে আরা তালুকদার

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আসেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ঝর্না রহমান। তিনি বলেন তার লেখায় নারীর জীবন কিভাবে প্রতিফলিত হয়েছে। নারীর চোখে বিশ্ব দেখার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

ক্যাপশন: আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ পর্বে সাহিত্যিক ঝর্না রহমান

ঝর্না রহমানের লেখায় তৃণমূল পর্যায়ের নারীর জীবন সংগ্রাম যেমন প্রতিফলিত হয়েছে তেমনি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নারীর জীবনের সংগ্রাম, হতাশা ও এগিয়ে চলার কথাও উঠে এসেছে সুললিত ভাষায়।

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের একটি পর্বে স্টুডিওতে আসেন বাংলাদেশের কৃতী ক্রীড়াবিদ জোবেরা রহমান লীনু। তিনি বাংলাদেশের ক্রীড়াজগতে নারীর এগিয়ে যাওয়ার লক্ষ্য ও উপায়গুলো তুলে ধরেন।

ক্যাপশন: অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদ জোবেরা রহমান লীনু

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn