আকাশ ছুঁতে চাই ৮৬
কী থাকছে এবারের আয়োজনে
১.কবিতা ক্যাফের গল্প: নাহিদা আশরাফী
২. গান: শিল্পী উলান থুইয়া
৩. ভাসমান নারী শ্রমিকের সুখদুঃখ
৪. আবর্জনাকে শিল্পে রূপ দিচ্ছেন ইয়ান হোং
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
বিশ্বের বিভিন্ন স্থানে বুক ক্যাফের জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে এই ধারণাটি খুব বেশি দিনের নয়। তবে অল্পদিনেই ঢাকার সংস্কৃতি অঙ্গনে বেশ জনপ্রিয়তা পেয়েছে কবিতা ক্যাফে। কবি নাহিদা আশরাফী প্রতিষ্ঠা করেছেন এই কবিতা ক্যাফের। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং অন্যান্য প্রসঙ্গে আজ আমরা কথা বলবো কবি নাহিদা আশরাফীর সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
কবি নাহিদা আশরাফী জানালেন কবিতা ক্যাফে প্রতিষ্ঠার গল্প। দীর্ঘদিন ধরে তিনি এমন একটি স্থানের কথা ভাবছিলেন যেখানে বসে সাহিত্য আলোচনা করা যাবে, বই পড়া যাবে আবার চা ও স্ন্যাকস খাওয়া যাবে। যেখানে কোন অর্ডার না দিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও কেউ উঠে যেতে বলবে না।
এমন একটি ইচ্ছা থেকেই তিনি কবিতা ক্যাফে প্রতিষ্ঠা করেন। তবে কবিতা ক্যাফে প্রথমদিকে খুব ভালোভাবে চললেও করোনা মহামারীর লকডাউনের সময় বেশ সমস্যায় পড়ে। আর্থিক টানাপোড়েনের জন্য সেসময় অনেক ছোট প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায়। কবিতা ক্যাফের ব্যয় সংকুলানের জন্য নাহিদা নিজের কয়েকটি অলংকার বিক্রি করে দেন। বললেন, ‘একজন নারী যখন কোন প্রতিষ্ঠান চালায় তখন অনেক মানুষ অনেক রকম গল্প ছড়ায়। কিন্তু কবিতা ক্যাফের সত্যিকারের গল্পটা আজ জানালাম।’
নাহিদা আশরাফী সাহিত্যের ছোটকাগজ ‘জলধি’র সম্পাদক। ‘জলধি’ বিষয়ে তিনি জানালেন, এটি বিষয়ভিত্তিক সংখ্যার জন্য খ্যাতি পেয়েছে।