আপন আলোয়-৭২
অন্তরঙ্গ আলাপন
৬৪ জেলায় সংগীত-বিদ্যায়তন আর আনন্দগ্রাম গড়তে চান শিল্পী ইমরান
ছবি: চীন আন্তর্জাতিক বেতারের আপন আলো অনুষ্ঠানে শিল্পী ইমরান হোসেন।
মধু হই হই বিষ খাওয়াইলা- নিছক আনন্দ আর খেয়ালের বসে রেকর্ড করা গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর গোটা জীবনটাই বদলে যায় কক্সবাজারের সুবিধাবঞ্চিত শিশুশিল্পী জাহিদ হোসেনের।
রাতারাতি জাহিদ পেয়ে যায় তারকাখ্যাতি! এখন তিনি একটি স্থানীয় হোটেলে চাকরি করছেন, পাশাপাশি লেখাপড়া আর সংগীতচর্চা। স্বচ্ছলতা এসেছে তার হতদরিদ্র পরিবারেও।
রূপকথার গল্পের মতো জাহিদের জীবন বদলের পিছনে কারিগর ছিলেন যে মানুষটি তিনি বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান হোসেন।
জাহিদের জীবন বদলের ঘটনা প্রভাব ফেলে শিল্পী ইমরানের জীবনদর্শনেও। নিজের শিল্পী-খ্যাতি লাভের ব্যক্তিগত চাওয়াকে অতিক্রম করে এখন তিনি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুশিল্পীর স্বপ্নের দোসর।
মেড ইন বাংলাদেশ ইনিশিয়েটিভ, ট্যালেন্ট হান্ট বাই ইমরান- কর্মসূচির মাধ্যমে আড়ালে থাকা অনেক শিশুশিল্পীকে পাদপ্রদীপের আলোয় তুলে এনেছেন ইমরান। এর পাশাপাশি নিজের উপার্জনের অর্থে সমাজের অভাবী মানুষের পাশে দাঁড়ানোর এক মহান ব্রত নিয়ে এগিয়ে চলেছেন তিনি।
ছবি: আপন আলোয় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ইমরান হোসেন।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইমরান জানালেন তার সংগীত-সাধনা ও স্বপ্নের কথা। দেশের ৬৪ জেলায় প্রতিষ্ঠা করতে চান সংগীত বিদ্যায়তন- যেখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ থাকবে। আর প্রতিষ্ঠা করতে চান একটি আনন্দগ্রাম- যেখানে প্রকৃতির কোলে মিলেমিশে বসবাস করবে মানুষ।
আপন আলোয় অনুষ্ঠানে শুনিয়েছেন পশ্চিমা বাদ্যযন্ত্র ইউকেলেলেতে লালন-হাসনের পদসহ বেশ কিছু লোকসংগীত!
সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।