বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৬৬

CMGPublished: 2022-03-24 19:14:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিভিন্ন অঙ্গনে কাজের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখায় ‘এমজিআই বাঘবাংলা অপরাজিতা সম্মাননা’ পেয়েছেন দেশের আট নারী। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশে আটটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণী ৮ জন নারীকে যৌথভাবে ‘এমজিআই বাঘবাংলা অপরাজিতা সম্মাননা প্রদান করে দুটি বেসরকারি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অনেক সংকট থাকা সত্ত্বেও দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছেন জানিয়ে স্পিকার বলেন, কর্মক্ষেত্রে ও যাতায়াতে নারীদের নিরাপত্তার বিষয়ে আরও কাজ করতে হবে। পাশাপাশি যেসব ক্ষেত্রে নারীদের সংকট রয়েছে, সেগুলো সমাধান করতে হবে।

এবার মুক্তিযুদ্ধে অবদান রাখায় রোকেয়া কবীর, ভাষা-সাহিত্যে নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনকচাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে রুবানা হক, বিনোদনে অপি করিম, তথ্যপ্রযুক্তিতে তানজিবা রহমান, খেলাধুলায় সালমা খাতুন ও তৃণমূলের আলোকিত নারী ক্যাটাগরিতে মিলন চিসিমকে পুরস্কার দেয়া হয়।

এদিকে, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশুদের নিয়ে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো। এ আয়োজনে নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার রোবাইয়াত ফাতিমা তনিকে সম্মাননা দেয়া হয়।

উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়, বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।

সাহসী নারী বিজ্ঞানী ওয়াং ছিহুই

চীনের একজন সাহসী নারী বিজ্ঞানী ওয়াং ছিহুই যিনি নিরলসভাবে তার লড়াই চালিয়ে যাচ্ছেন কোভিড ১৯ কে পরাজিত করার জন্য।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn