বাংলা

৭৫-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গানের ক্যাসেট করা দুঃসাহসিক কাজ ছিল: সাজেদ আকবর

cmgPublished: 2022-03-18 19:58:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাজেদ আকবর। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি; লোক নাট্যদল ও সংগীত সংগঠন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

ছবি: সাজেদ আকবর

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এমপির সুযোগ্য সন্তান সাজেদ আকবর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য।

বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর তাঁর ওপর গ্রন্থনাসহ প্রথম গানের ক্যাসেট প্রকাশে ঐতিহাসিক ভূমিকা রয়েছে শিল্পী সাজেদ আকবরের। বঙ্গবন্ধুকে নিয়ে তার কণ্ঠে রয়েছে মৌলিক গান।

১৭ মার্চ মুজিব-জয়ন্তী উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ৭৫-পরবর্তী কঠিন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গানের ক্যাসেট করার দুঃসাহসিক উদ্যোগের স্মৃতিচারণ করেছেন সাজেদ আকবর। বঙ্গবন্ধুকে সামনা-সামনি দেখা ও তাঁকে গান শোনাবার অমলিন স্মৃতি আজও সযতনে লালন করেন হৃদয়ে।

নিজের সংগীত-জীবন নিয়েও বলেছেন গুণী এই রবীন্দ্রসংগীত শিল্পী। শুনিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে তার মৌলিক গান ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে’সহ শিল্পীর প্রিয় কয়েকটি রবীন্দ্রসংগীত।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn