বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৫৩

CMGPublished: 2021-12-23 18:44:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিজের কাজটা ভালোভাবে করতে হবে

কী থাকছে এবারের পর্বে

১. সাক্ষাৎকার: নিজের কাজটা ভালোভাবে করতে হবে-ঊর্মি রহমান

২. সারা গ্রামের আদর্শ যে নারী

৩. গান: থাং জি খাই

৪. বিশ্বের ৪৩ তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

৫. বিশ্ব রেকর্ড গড়লেন চায়নিজ নারী সাঁতারু

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

সাক্ষাৎকার

নিজের কাজটা ভালোভাবে করতে হবে: ঊর্মি রহমান

আমাদের অনুষ্ঠানে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের নারী সাংবাদিকদের রোল মডেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক এবং লেখক ঊর্মি রহমান। অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাই।

বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ঊর্মি রহমান যিনি আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি সংবাদ পত্রিকায় তার সাংবাদিক জীবন শুরু করেন ১৯৭০ এর দশকের প্রথমার্ধে। সে সময় কিংবদন্তির সাংবাদিক সন্তোষ গুপ্তর কাছ থেকে তিনি সাংবাদিকতার পাঠ নেন। বাংলাদেশের সাংবাদিকতা জগতের আরেক কিংবদন্তি তোয়াব খানের কাছ থেকেও সাংবাদিকতা শেখার অভিজ্ঞতা রয়েছে তার।

ঊর্মি রহমানের এখন পর্যন্ত ৩০টি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্য, প্রবন্ধ ইত্যাদি নানা স্বাদের লেখা। অনুবাদ সাহিত্যেও তার খ্যাতি রয়েছে। ইভলিন রীডের ‘নারী মুক্তির প্রশ্নে’ নামের গুরুত্বপূর্ণ বইটি যেমন অনুবাদ করেছেন তেমনি মৌলিক লেখা নিয়ে রয়েছে তার বই ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’। ‘আত্মকথনে সময় ও সৃজনকথা’ তার আরেকটি গুরুত্বপূর্ণ বই।

বাংলাদেশের বেশ কিছু মিডিয়া হাউজে নারী কর্মীর প্রতি যৌন হয়রানির যেসব অভিযোগ সম্প্রতি মোনা গেছে তাতে ক্ষুব্ধ বোধ করেছেন তিনি। মনে করেন এসব নির্মূল করতে কর্তৃপক্ষের দৃঢ় ভূমিকা রাখা জরুরি। পাশাপাশি তিনি মনে করেন, এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ করতে হবে। অপরাধীর দোষ প্রমাণিত হলে তার কঠোর শাস্তিও নিশ্চিত করতে হবে।

নতুন যে নারীরা গণমাধ্যমে বর্তমানে আসছেন তাদের প্রতি তার পরামর্শ হলো, ‘নিজের কাজটাকে ভালোভাবে জানতে হবে।’। নিজের কর্মদক্ষতার বিকাশ ঘটাতে হবে। মানুষ হিসেবে নিজের অধিকারে যেমন সচেতন থাকতে হবে তেমনি কাজে ও মেধায় এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রমও করতে হবে।

সারা গ্রামের জন্য আদর্শ যে নারী

সুপ্রিয় শ্রোতা একজন নারী বদলে দিয়েছেন পুরো গ্রামের ভাগ্য। চলুন শোনা যাক এই নারীর সাফল্যের গল্প।

লাই রোংচেন। চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের ফিংগল জেলার ফুইয়াও গ্রামের এক নারী। তিনি এই গ্রামের কমিউনিস্ট পার্টির লিডার এবং রোল মডেল হিসেবে রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন।

৫৬ বছর বয়সী লাই রোংচেন অনেক বছর ধরে গ্রামের মানুষদের মধ্যে সম্প্রীতি রক্ষার কাজ করে চলেছেন। গ্রামের মানুষদের মধ্যে পারিবারিক কোন বিবাদ অথবা এথনিক গ্রুপের মধ্যে সমস্যা যাই হোক না কেন, সব কিছুতেই সমস্যা সমাধানে এগিয়ে আসেন লাই। তার লক্ষ্য হলো গ্রামের অধিবাসীদের মধ্যে পারষ্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা। এই লক্ষ্যে একটি উইচ্যাট গ্রুপও খুলেছেন তিনি। বলেন,‘অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সেটা সমাধানে মন প্রাণ দিয়ে চেষ্টা করাই আমার কর্তব্য’

গ্রামের আয় বৃদ্ধির বিভিন্ন প্রকল্পও শুরু করেছেন তিনি। গ্রামবাসীদের নিয়ে মিষ্টি চা পাতা এবং পারসিমনস ফলের খামার প্রকল্প গড়ে তুলেছেন লাই। এর ফলে পরিবার প্রতি বছরে গ্রামবাসীরা ৪০ হাজার থেকে ৫০ হাজার ইউয়ান আয় করছে। ২০১১ সাল থেকে তিনি গ্রামের পার্টি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

গান

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। চীনের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গ্লোরিয়া থাংজি উইং। তিনি জিইএম বা থাং জি খাই নামে পরিচিত। আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতিমান এই শিল্পী। এখন রয়েছে থাং জি খাইয়ের কণ্ঠে ভালোবাসার একটি গান।

ফোর্বসের তালিকায় বিশ্বের ৪৩ তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রকাশিত ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফোর্বসের ক্ষমতাধর নারীদের ১৮তম বার্ষিক তালিকাটি প্রকাশ করা হয়। বিস্তারিত শুনবেন প্রতিবেদনে

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে আছেন। চলতি মাসে এ তালিকাটি প্রকাশ করা হয়। এর আগে গত বছরেও ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা। এ তালিকায় তিনি ৩৯তম অবস্থানে ছিলেন। শেখ হাসিনাই বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা এত বছর ধরে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে শেখ হাসিনা এবং তার সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ তালিকায় প্রথম স্থানে আছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবক ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ আছেন তৃতীয় অবস্থানে। প্রতি বছর এই ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে। এ বছর এ তালিকায় ৪০ জন সিইও, ১৯ জন বিশ্বনেতা এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো একজন ইমিউনোলজিস্ট অন্তর্ভুক্ত হয়েছেন। এবারের তালিকায় থাকা ৩০টি দেশ ও অঞ্চল থেকে আসা ব্যক্তিরা অর্থ, প্রযুক্তি, রাজনীতি, জনসেবা, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন।

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন চীনের নারী

চীনের নারীরা ক্রীড়াক্ষেত্রে অনেক অগ্রসর। তারা গড়ছেন বিশ্ব রেকর্ড।

২০২১ সালের শর্ট কোর্স ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন চীনের বিখ্যাত নারী সাঁতারু হ্য শি পেই যার ইংরেজি নাম সিয়োভান বরনাডেট্টে হাওঘি।

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে শীর্ষ পদ জয় করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন এই কৃতী নারী। তিনি ১৫তম এফআইএনএ সুইমিং চ্যাম্পিয়নশিপ জয় করেছেন।

হ্য শি পেই এর আগেও গৌরব বয়ে এনেছেন দেশের জন্য। চলতি বছর টোকিও সামার অলিম্পিকে তিনি ২০০ মিটার এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে দুটি রৌপ্য পদক জয় করেছিলেন।

১৯৯৭ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন হ্য শি পেই। তিনি ২০১৯ ও ২০২০ সালে দুই বার এশিয়ান ফিমেল সুইমার অব দ্য ইয়ার হওয়ার গৌরব লাভ করেন।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

ফোর্বসের তালিকায় বিশ্বের ৪৩ তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

সারা গ্রামের জন্য আদর্শ যে নারী ও সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন চীনের নারী প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী

Share this story on

Messenger Pinterest LinkedIn