বাংলা

বিয়েতে আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম-China Radio International

criPublished: 2021-08-19 18:58:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক কিছু সামাজিক গবেষণায় দেখা গেছে , চীনে তরুণ প্রজন্ম বিয়ের ব্যাপারে কিছুটা আগ্রহ হারাচ্ছে। তরুণীরা আত্মনির্ভরশীল হওয়ার প্রতি বেশি উৎসাহিত বোধ করছে। বিভিন্ন গবেষণায় উঠে আসে, তারা বিয়েটাকে অনেক ক্ষেত্রে বোঝা মনে করছে এবং নির্ভার থাকতেই বেশি পছন্দ করছে।

চীনের নারীরা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের পাশাপাশি তাদের মনমানসিকতারও পরিবর্তন হচ্ছে। বর্তমানের তরুণ প্রজন্ম স্বাধীন জীবন যাপনকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন। স্বাধীন জীবনযাপনকেই তরুণ প্রজন্ম বেশি উপভোগ করায় বিয়ের প্রতি তাদের উৎসাহ কমে যাচ্ছে। তারা অনেক ক্ষেত্রে বিয়েটাকে অতিরিক্ত দায়বদ্ধতা মনে করছেন। এমনকি স্বাধীনতা কমে যাওয়া্র শঙ্কা থেকেও তারা আগ্রহ হারাচ্ছেন।

মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্সের সবশেষ পরিসংখ্যান বলছে, ২০১৩ সালের পর থেকে বিয়ের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে। বিয়ের প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ কম। প্রেম এবং রোমান্সের প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকলেও, অনেক ক্ষেত্রেই তারা বিয়ে করতে অনাগ্রহ প্রকাশ করছে। এরমধ্যে মেয়েদের হারই বেশি। ২০২০ সালে ৮. ১৩ মিলিয়ন নারী বিয়ের পিঁড়িতে বসেছেন। ২০১৩ সালে যার সংখ্যা ছিল ১৩.৪৭ মিলিয়ন। এক দিকে বিয়ের হার যেমন কমছে অন্যদিকে বিবাহ বিচ্ছেদের হারও বৃদ্ধি পাচ্ছে। গেল বছর ৩ দশমিক ৭৩ মিলিয়ন দম্পতির উপর চালানো এক গবেষণায় এটি উঠে আসে। বেশিভাগ তরুণীরা প্রেমে উদ্বুদ্ধ হলেও বিয়েতে আগ্রহ দেখাচ্ছেন না।

স্টেট কাউন্সিল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের প্রাক্তন অর্থনীতিবিদ রেন চিপিং -এর অধীনে একটি গবেষণা দলের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, মেয়েরা সাধারণত ২৫ থেকে ২৯বছর বয়সের মধ্যে বিয়ে করে। নিজেদেরকে আকর্ষণীয় করতে এবং সম্পদ বৃদ্ধি করতে কঠোর পরিশ্রম করে বলেও গবেষণায় উল্লেখ করা হয়।

রওজায়ে জাবিদা ঐশী

Share this story on

Messenger Pinterest LinkedIn