বাংলা

গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করছেন আধুনিক যুবসমাজ-China Radio International

criPublished: 2021-08-05 17:06:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের দারিদ্র্য দূরীকরণ বিশ্বের কাছে এক বিস্ময়কর সাফল্য। গত বছর চীন তার সকল জনগণকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করেছে। চীনের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে যুবসমাজ।তারা আধুনিক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ফিরে এসেছেন নিজেদের হোম টাউন বা গ্রামে। সেখানে উন্নত জ্ঞান ও প্রযুক্তি নিয়ে কৃষি উদ্যোগে সাফল্য লাভ করছেন। এদের মধ্যে রয়েছেন অসংখ্য নারী।

এমনি একজন তরুণী লিউ শুয়াং। উত্তর চীনের শানসি প্রদেশের সিইয়াং জেলায় তার জন্ম। তিনি তার হোম টাউনে স্কুলের শিক্ষা এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সাংহাই চিয়াও থুং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন লিউ শুয়াং।

উচ্চশিক্ষিত এই তরুণী তার বাবার পরামর্শে ফিরে আসেন গ্রামে।সেখানে তিনি স্থানীয় পিচ ফলের উৎপাদনের গুণগত মান বৃদ্ধির দিকে মনোনিবেশ করেন। তিনি তার উচ্চশিক্ষা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় খামারীদের জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম তৈরি করেন। তিনি স্থানীয় পর্যায়ে উৎপন্ন্ ইয়ুলুসিয়াং ধরনের পিচের গুণগত মান উন্নয়ন এবং খামারে উৎপন্ন পিচ মার্কেটিংয়ে ব্যবস্থা করেছেন। এভাবে চীনের উচ্চশিক্ষিত যুব সম্প্রদায় নিজের নিজের গ্রামে ফিরে কৃষি খামার গড়ে তুলছেন ও গ্রামীণ অর্থনীতিতে নতুন ধারা নিয়ে এসেছেন।

শান্তা মারিয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn