অলিম্পিকে চীনা নারীদের অর্জন-China Radio International
অলিম্পিকের চলতি আসরটি মূলত ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈশ্বিক করোনা মহামারীর কারণে আসরটি স্থগিত করা হয়েছিল। ২৪ শে জুলাই থেকে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকের ২৯তম আসর চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত ।
অলিম্পিকের জমজমাট আয়োজনে প্রথম চীন অংশগ্রহণ করেছিল ১৯৩২ সালে । শুরু থেকেই এই আসরে চীনা নারীর অংশ গ্রহণ ছিল বেশ লক্ষণীয়। প্রতি অলিম্পিকে উল্লেখযোগ্য চীনা নারীর অংশগ্রহণ থাকে। চলতি অলিম্পিকে ৪০৬ অ্যাথলেটদের মধ্যে নারী অংশ গ্রহণ করেছে ২৮১ জন। সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে এথলেটিক্সে, মোট ২৭ জন নারী প্রতিযোগী । শেষ খবর অনুযায়ী চীনের ২৭ টা স্বর্ণ পদকের মধ্যে ২৩ টা স্বর্ণই অর্জন করেছে চীনা নারী অ্যাথলেটরা। সাথে ৭ টি রৌপ্য পদক ও ১৭ টা ব্রোঞ্জ। ক্রীড়া বিশ্লেষকরা মনে করেন, অলিম্পিকে চীনা নারীদের অংশগ্রহণ ও সাফল্য চীনের নারীদের ক্ষমতায়নের বহিঃপ্রকাশ । ভবিষ্যতের প্রতিযোগীদের জন্য এই অর্জন একটি বড় অনুপ্রেরণার উৎস হবে বলে মনে করেন তারা
হোসনে মোবারক সৌরভ