সিনচিয়াংয়ে নতুন যুগের নারী-China Radio International
চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের নারী মারজিয়া মালিক। উসু শহরে বাস করেন তিনি। মারজিয়া মালিক উসুর ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল প্রশাসনিক বিভাগের পরিচালক।একজন চিকিৎসক হিসেবে নিজের কাজের প্রতি অত্যন্ত যত্নবান ও নিবেদিত মারজিয়া। তার বিভাগের প্রতিটি রোগী যেন যথাযথ চিকিৎসা ও যত্ন পায় সেটি নিশ্চিত করেছেন। বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি তিনি অত্যন্ত মনোযোগী। তার হাতে যখন নতুন শিশুর জন্ম হয় তখন আনন্দে মন ভরে ওঠে তার। প্রসূতি ও শিশুর স্বাস্থ্যসেবার পাশাপাশি এই হাসপাতালে বিনামূল্যে নারীদের আরও অন্যান্য সমস্যার চিকিৎসা দেয়া হয়।
কাজই তার আনন্দের উৎস। স্বামী ও দুই ছেলেকে নিয়ে তার সুখের সংসার। বললেন, ‘আমি পরিবারের কাছ থেকে অনেক সহযোগিতা ও সমর্থন পাই। নিজের পেশাগত জীবনের সাফল্য এবং পরিবারের শান্তিই আমার সুখী জীবনের মূল বিষয়।’
তার ছেলেরা বেশ প্রতিভাবান। তারা ভালো গান গাইতে পারে যা শিখেছে মারজিয়ার স্বামী মাশহাতের কাছ থেকে। মারজিয়া বলেন, ‘আমি চাই আমার সন্তানরা প্রতিভার বিকাশ ঘটাক। ছুটির দিনে তাদের আমি সময় দেই।’ডা. মারজিয়া মালিক সিনচিয়াংয়ের নতুন যুগের শিক্ষিত সুখী মুসলিম নারীদের প্রতীক।
শান্তা মারিয়া