আকাশ ছুঁতে চাই পর্ব ৩১-China Radio International
চীনের ১০টি সংখ্যালঘু মুসলিম জাতির মানুষ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন বিশ্ব মুসলিম উম্মার সঙ্গে একই দিনে। ঈদের নামাজ আদায় করতে মুসলিম পরিবারের নারীরা মসজিদে যান পুরুষদের মতোই। চীনের একটি মুসলিম জাতি হলো উইগুর যারা স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে বাস করেন।
উইগুর জাতির মানুষ ঈদের দিন নামাজের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করেন তারা। এই অনুষ্ঠানে নারীরা অংশ নেন ঐতিহ্যবাহী ঝলমলে পোশাক পরে। উইগুর নারীদের ট্র্যাডিশনাল পোশাক খুবই সুন্দর। তারা উজ্জ্বল রঙের লম্বা কুর্তি ধরনের পোশাক পরেন। তাদের পোশাকে এইডেলিস নামে বিশেষ এক ধরনের রেশম ব্যবহার করা হয়। এই রেশমের কাপড় খুবই সুন্দর এবং বেশ দামি। মেয়েরা মাথায় ফুলের নকশা করা টুপি পরেন। তাদের অলংকারও খুব ঐতিহ্যবাহী। ঈদের দিনে তাদের সাজপোশাক হয় অত্যন্ত বাহারী। মূলত, তরুণীরা ঈদের দিনে সাংস্কৃতিক পরিবেশনায় আনন্দমুখর থাকলেও মধ্য বয়সী গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েন রান্নার আয়োজনে।
হুই মুসলিম নারীরা ঈদের দিন মসজিদে জামাতে নামাজ পড়তে যান নতুন পোশাক পরে। ঈদে নতুন পোশাক নেয়ার রীতি রয়েছে তাদের। চীনের মুসলিমরা কোরবানি দেন বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের মতোই। তাই ঈদের দিনে বিশেষ করে কোরবানির পশুর মাংসের বিভিন্ন রকম আইটেম তৈরি করতে ব্যস্ত থাকেন গৃহিণীরা। শুধু ইউগুর নারী নন, হুই, সালার, তাতার, উজবেক, কিরগিজ, তাজিক ইত্যাদি বিভিন্ন জাতির মুসলিম নারীরা ঈদের দিনটিতে হরেক রকম আইটেম রান্না করেন। প্রতিটি জাতিরই রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী খাবার। যেগুলো ঘরে মূলত নারীদের হাতেই তৈরি হয়। নাররিা ঈদের আনন্দ উদযাপন করেন পরিবারের সকলের সঙ্গে।
এখন শুনুন শিল্পী সু ছিয়ান ইয়ার কণ্ঠে উইগুর জাতির একটি গান। গানটির শিরোনাম হলো চলো ঘুরে আসি সিনচিয়াং।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। সবাইকে জানাই ঈদ মোবারক। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
মহামারীর ক্রান্তিকালে ঈদ বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী