বাংলা

বাংলাদেশী নারীর জীবন সংগ্রামের প্রতিচ্ছবি ‘রেহানা মরিয়ম নূর’-China Radio International

criPublished: 2021-07-15 18:04:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালের ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সের্ত্যাঁ রেগার বিভাগে নির্বাচিত এই সিনেমাটি প্রদর্শিত হয় চলতি বছরের ৭ জুলাই ।

(কান নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশী এই চলচ্চিত্র নিয়ে অ্যামেরিকান ডিজিটাল ম্যাগাজিন দ্য হলিউড রিপোর্টার-এ ডেবোরা ইয়ং লিখেন, "রেহানা মরিয়ম নূর একটি দৃঢ়ভাবে বোনা মনস্তাত্ত্বিক জীবনবর্ণনা যা মানুষকে ভাবাতে বাধ্য করবে।

পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের তীক্ষ্ণ চিত্রনাট্য, তুহিন তমিজুলের অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং আজমেরি হক বাধনের গভীর প্রভাব বিস্তারকারী অভিনয়ের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটি অসাধারণ একটি আবেগপূর্ণ গতি সঞ্চার করে।

বিশেষ করে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড শব্দ ছিল বেশ প্রশংসনীয় , অনেকটা বলতে গেলে, আপনি ব্যাকগ্রাউন্ড শব্দ শুনেই সিনেমা উপভোগ করতে পারেন। আঁ সার্তে রিগা ক্যাটাগরিতে সাধারণত এমন সব চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়, যেগুলো একটু ভিন্ন চিন্তা নিয়ে তৈরি করা, যেগুলোতে থাকে একটি সুনির্দিষ্ট বার্তা ৷ সে বিবেচনায় রেহানা মরিয়ম নূরের অবস্থান বেশ লড়াকু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আর্থার হারারির সিনেমা 'অনোডা- টেন থাউজেন্ড নাইটস ইন দ্য জাঙ্গল' সিনেমাটি এই ক্যাটাগরিতে রেহানা মরিয়ম নূরের খুব শক্ত প্রতিদ্বন্দ্বী বলে বিবেচনা করা হচ্ছে ৷

চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, 'রেহানা মরিয়ম নূর' কোনো পুরস্কার না পেলেই বরং আমরা অবাক হবো ৷ বিশ্বে বাংলাদেশের পরিচয় করিয়ে দেয়া রেহানা মরিয়ম নূর যেন এদেশের অনেক সংগ্রামী নারীর প্রতিচ্ছবি।

হোসনে মোবারক সৌরভ

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn