আকাশ ছুঁতে চাই ৩০-China Radio International
আকাশ ছুঁতে চাই ৩০
যা থাকছে এবারের পর্বে
১. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বাড়ছে নারীর অংশগ্রহণ
২. গান: লিয়াও ছাং ইয়ং এবং ইন সিও মেই, একসঙ্গে চীনা স্বপ্ন গড়ে তুলি
৩. বাঙালি খাবার দিয়ে বিশ্ব জয় করছেন কিশোয়ার চৌধুরী
৪.পারিবারিক নির্যাতন প্রতিরোধে চাই আইনের বাস্তবায়ন—অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন
৫. রেহানা মরিয়ম নূর ছবির প্রতিবেদন
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা আগামি পৃথিবীর ভবিষ্যত। এটি একটি বিকাশমান শিল্প।এই শিল্পে নারীর অংশগ্রহণ কেমন? এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বাড়ছে নারীর অংশগ্রহণ
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। তবে আরও বেশি সংখ্যায় নারীকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে –এমন তথ্য উঠে এসেছে সাংহাইতে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে। এই কনফারেন্সে দেখা গেছে প্রদর্শনীর অনেক নতুন পণ্য তৈরি করেছেন নারীরা। এআই ইউনিকম সেন্সে টাইম প্রদর্শনীতে এনেছে স্বয়ংচালিত মিনি বাস যেটির প্রস্ততকারী দলের নেতৃত্বে ছিলেন একজন নারী প্রকৌশলী। শি চিয়ানফিং নামের এই নারী প্রকৌশলী কৃত্রিম বৃদ্ধিমত্তা শিল্পে আছেন বেশ কয়েক বছর ধরে এ্বং তার কোম্পানির হাতে গোনা কয়েকজন নারী প্রকৌশলীর অন্যতম। সেন্সে টাইমের ইন্টেলিজেন্ট ড্রাইভিং বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এই নারী বলেন, ‘আমাদের দলের ৮০ থেকে ৯০ শতাংশই পুরুষ। আমি মনে করি নারীর দৃষ্টিভঙ্গী এখানে প্রয়োজন ভিন্ন রকমের মাত্রা, ডিটেইলস পারসপেকটিভ আনার জন্য।’ ছিংহুয়া বিশ্ববিদ্যালয় গত বছর এক প্রতিবেদনে বলে, কৃত্রিম বৃদ্ধিমত্তার খাতে বিশ্বের সেরা পেশাজীবীদের মাত্র ৯ শতাংশ নারী।