আকাশ ছুঁতে চাই ২৮-China Radio International
আকাশ ছুঁতে চাই ২৮
যা থাকছে এবারের পর্বে
১. তরুণ প্রজন্মের আদর্শ: চীনের উইমেন রেড আর্মি বিষয়ে প্রতিবেদন
২. নারী চলচ্চিত্র নির্মাতা শামীম আখতারের সাক্ষাৎকার
৩. চীনের বিদেশী বন্ধু শতবর্ষী কমিউনিস্ট ইসাবেল ক্রুক
৪. দেশাত্মবোধক গান- জ্যাকি চ্যান ও লিউ ইউয়ান ইউয়ান
৫. মিয়াও নারীর জীবনের গল্প
৬. তিববতে কমিউনিজমের স্পর্শে বদলে গেল নারীর জীবন
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তামারিয়া।কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থআছেন, ভালো আছেন।
চীনে নারীর জীবনমান বদলে দিয়েছে কমিউনিস্ট বিপ্লব
আজ একটি বিশেষ দিন। চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্ণ হচ্ছে আজ। ১৯২১ সালের পহেলা জুলাই অফিশিয়ালি যাত্রা শুরু হয় সিপিসির। ১৯৪৯ সালে মহান কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চীন বিশ্বের বুকে মেহনতী মানুষের সাফল্যের নিদর্শন হিসেবে জন্ম লাভ করে। সমাজতান্ত্রিক চীনে নারী-পুরুষের সকল প্রকার বৈষম্যের অবসান ঘটে এবং নারীরা পুরুষের সম দায়িত্ব ও অধিকার নিয়ে দেশ গঠনে এগিয়ে আসেন। চীনের মহান নেতা চেয়ারম্যান মাও জেতুং বলেন, চীনের অর্ধেক আকাশ ধরে রেখেছে নারীরা। এর মাধ্যমে দেশ গঠনে নারীর অবদানকে পূর্ণ মর্যাদা দেয়া হয়।
চীনের কমিউনিস্ট পার্টির একশ বছরে দেশ গঠনে এবং শান্তি অর্জনে বিশাল দায়িত্ব পালন করেছে চীনের উইমেন রেড আর্মি। তরুণ প্রজন্মের কাছে আদর্শের প্রতীক এই নারী বাহিনী নিয়ে শুনুন হাবিবুর রহমান অভির প্রতিবেদন।
তরুণ প্রজন্মের কাছে আদর্শের প্রতীক চীনের উইমেন রেড আর্মি
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক এডগার স্নো। চীনের ইতিহাসের সঙ্গে তার পরিচয় হয় দীর্ঘ ৮০ বছর আগে। বিখ্যাত বই 'রেডস্টার ওভার চায়না'র লেখক তিনি। বইটি থেকে সমসাময়িক চীনের লংমার্চ সম্পর্কে বিস্তারিত জানা যায় । এজন্য চীনের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচনা করা হয় এডগার স্নোকে। তার বই থেকে জানা যায়, চীনের উইমেন রেড আর্মি লংমার্চের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। অংশ নিয়েছিল বন্দুক যুদ্ধেও। এসময় আহত ব্যক্তিদের সেবা দেয়ার পাশাপাশি সবার স্বাস্থ্যগত সুরক্ষা দিতেও কাজ করেছিলেন চীনের এই মহীয়সী নারীরা। বীরত্বপূর্ণ যুদ্ধের পাশাপাশি যুদ্ধরত সেনারা যখন বিরতিতে যেতেন, তাদের মনোবল ধরে রাখার জন্য বিপ্লবী গান, বাদ্যযন্ত্র বাজানোসহ সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করতেন উইমেন রেড আর্মির সদস্যরা। তৎকালীন প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে চীনা বিপ্লবের সফল ইতিহাসে সম্মানের জায়গা করে নেয় চীনের উইমেন রেড আর্মি। তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মের কাছে আজও মহান আদর্শের প্রতীক। যা অনুপ্রাণিত করে যাচ্ছে সংগ্রামী মানুষদের।