বাংলা

শখ থেকে পেশা-China Radio International

criPublished: 2021-06-24 16:46:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণপশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের এক সফল নারী ছিউ ইয়ামিন। তিনি নিজের শখকে পরিণত করেছেন পেশায়। তার অনুসারীর সংখ্যাও এখন অনেক। তিনি বাগান থেকে ফুটন্ত ফুল বিক্রি করে এই সাফল্য পেয়েছেন। ২০০৮ সালেও তিনি পেশায় ছিলেন কম্পিউটার বিক্রয়কর্মী। সেই পেশা তার ভালো লাগতো না। তার শখ ছিল ফুলের। পেশা পালটে ফেলে তিনি ।একটি তাজা ফুলের দোকান দেন। কিন্তু তার দোকান খুব ভালো চলছিল না। দোকানে রাখা তাজা ফুল একদিনেই শুকিয়ে যায় এবং পরদিন ফেলে দিতে হয়। তিনি ছেংদুর ফুলের মার্কেটে যান। তার চোখে পড়ে মার্কেটের বিপরীত দিকে কতগুলো অ্যাপার্টমেন্ট ভবন যেখানে অনেক মানুষ বসবাস করেন। সেখানে বেশ কিছু খালি ভবনও রয়েছে। এমনি একটি ভবনে ২ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সেখানে ফুলের বাগান গড়ে তোলেন। পরিবারের সকলের সহযোগিতায় বাগানটির নকশা করেন। তার সদ্যোজাত প্রথম কন্যার নামে বাগানটির নামকরণ করেন হাইডিয়ার। ক্রেতারা বাগান ঘুরে দেখা এবং তাজা ফুটন্ত ফুল কেনার বিষয়টি সাগ্রহে গ্রহণ করেন। তার ব্যবসা দারুণ সফল হয়। দ্বিতীয় কন্যা লুলুর জন্মের পর তিনি তিন হাজার বর্গফুটের নতুন বাগান-দোকান স্থাপন করেন। লুলু ডায়নোসর পছন্দ করে। তাই বাগানের লুলু কর্নার সাজানো হয় ডায়নোসরের পুতুল দিয়ে। প্রতিদিন প্রায় ৬০০ মানুষ তার বাগানে বেড়াতে আসেন সেই সঙ্গে ফুলও কেনেন। এইভাবে নিজের সৃজনশীলতাকে ব্যবহার করে সফল হয়েছেন ৪২ বছর বয়সী ফুলপ্রেমী নারী ছিউ ইয়ামিন।

শান্তা মারিয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn