‘বিজনেস টাইম’
এরইমধ্যে তরুণ ভোক্তাগোষ্ঠীকে বিশেষভাবে দেখছে মধ্য চীনের হুবেই প্রদেশ। যেধরণের পণ্যে তরুণদের চাহিদা বেশি এসবকে প্রাধান্য দেয়া হচ্ছে।
মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং স্টাডি মেশিন সহ ছয়টি বিভাগে সর্বাধিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। কারণ এসবে তরুণদের চাহিদা বেশি।
স্থানীয় প্রশাসন বলছে, আধুনিক ভোক্তা কুপন চালু করায় মোবাইল ফোন বিক্রির পরিমাণ শতভাগ বেড়েছে। ডিজিটাল এবং ব্লুটুথ হেডসেটগুলো গত বছরের ডেটার তুলনায় ৬০ শতাংশের বেশি বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এই বছরের শুরু থেকে, হুবেই প্রদেশ ডিজিটাল পণ্য ক্রয়ের জন্য ১২০ মিলিয়ন ইউয়ান মূল্যের ব্যয় কুপন বিতরণ করেছে প্রাদেশিক সরকার।
এদিকে, ভোক্তাদের এই ব্যয় বাড়ানো কার্যক্রমের অংশ হিসেবে নভেম্বরের ডাবল ইলেভেন অনলাইন শপিং ফেস্টিভ্যালকে কেন্দ্রকরে বিশেষ প্রচারণা চালানোর কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
সম্পাদনা: শাহানশাহ রাসেল
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী