‘বিজনেস টাইম’ পর্ব- ৩২
বেইজিং বেঞ্জ এখন মার্সিডিজ-বেঞ্জের গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। এখানে প্রতি ৪৫ সেকেন্ডে একটি গাড়ি এসেম্বলি লাইন থেকে বের হয়। বিশ্বব্যাপী বিক্রি হওয়া প্রতি দুটি ই-ক্লাস গাড়ির মধ্যে একটি এই কারখানায় তৈরি।
বেইজিং বেঞ্জ চীনের বিশাল বাজারকে কেন্দ্র করে একটি শক্তিশালী সরবরাহ চেইন তৈরি করেছে, যা পূর্ব ও উত্তর-পূর্ব চীনসহ বেইজিং-তিয়ানচিন-হেবেই অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে। এই অঞ্চলের উৎপাদনের মূল্য চীনের মোট শিল্প উৎপাদনের অর্ধেকেরও বেশি।
গত পাঁচ বছরে, মার্সিডিজ-বেঞ্জ চীনে ১০ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করেছে। এই গবেষণায় অংশ নিয়েছে দুই হাজার জনের একটি দল। যারা কোম্পানির প্রযুক্তিগত অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের অটোশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় চীনা অটো ও যন্ত্রাংশ নির্মাতারা দ্রুত উন্নতি করছে। এতেই আকৃষ্ট হচ্ছে বিদেশি কোম্পানিগুলো।
।। প্রতিবেদন: নাজমুল হক রাইয়ান
।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ
Ø চীন বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে পরিকল্পনা ও করণীয়
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বেশ কিছু পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো। দুদেশের সরাসরি পণ্য পরিবহনে গতিশীলতা এসেছে। এসব অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম।
প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী