বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩১

CMGPublished: 2024-09-20 15:17:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২২-২৩ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট ২৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে ২২.৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং ৬৭৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

জানা যায়, বাংলাদেশে পোশাক প্রস্তুত ও রপ্তানি খাতের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। আবার বাংলাদেশের চামড়াসহ বেশ কিছু পণ্য চীনে রপ্তানি হয়। এসব পণ্য আমদানি ও রপ্তানিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা কলম্বো হয়েই চীন-চট্টগ্রাম বন্দরে পণ্য আনায়ন করা হয়। এতে মাদার ভ্যাসেলে থেকে ফিডার ভ্যাসেল ব্যবহার ও অন্য বন্দরে হয়ে আসার কারণে এ ট্রান্সশিপমেন্টে সময় ও ব্যয় দুটিই বেশি হয়।

এ নিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, ‘চীন থেকে বাংলাদেশে প্রচুর পণ্য আমদানি করা হয়।

তাই চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ পরিচালনা করাটা বেশ সম্ভাবনাময় একটি বিষয়। তবে নিয়মিত জাহাজ চলাচল অব্যাহত রাখা না গেলে এ রুটটি টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এ বিষয়ে ব্যবসায়ীরা যদি ভাবেন এবং রুটটি টিকিয়ে রাখেন তাহলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে।’

বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য বাড়তে থাকায়, এই সরাসরি রুটটি উভয় দেশের আমদানি ও রপ্তানি ক্ষেত্রে দ্রুত ও সাশ্রয়ী শিপিং সমাধান প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

।। প্রতিবেদন: আফরিন মিম

।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ

Ø এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী উদ্যোগ-বললেন বাংলাদেশ চীন চেম্বারের ম্যানেজিং ডিরেক্টর: সাক্ষাৎকার

এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের ম্যানেজিং ডিরেক্টর আল মামুন মৃধা। সরাসরি দুদেশের পণ্য পরিবহনের ফলে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব বিষয়ে কথা বলেছেন এই ব্যবসায়ী।

বাংলাদেশের আমদানিকৃত পণ্যের সিংহভাগ আসে চীন থেকে। আগে যেখানে চীন পণ্য আসতে সময় লাগতো বিশ থেকে পঁচিশ দিন, এখন সেখানে দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে পণ্য আসছে আট নয় দিনে। এতে উৎপাদন খরচ কমবে, উৎপাদনশীলতা বাড়বে। সময় কমবে, সময়মতো অর্ডার সরবরাহে ভালো ফল আসবে। মোটা দাগে এর প্রভাবে সার্বিকভাবে দেশের বাণিজ্য ও অর্থনীতিতে গতিশীলে হবে।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাসরুল্লাহ রাসু

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn